নিজস্ব প্রতিনিধি; প্রিয় চট্টগ্রাম: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পতেঙ্গা থানা যুবদলের উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল ৩টায় পতেঙ্গা স্টিলমিল বাজার থেকে মিছিলটি শুরু হয়ে কাটগড় মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন পতেঙ্গা থানা যুবদলের সাবেক আহ্বায়ক খোরশেদ আলম ও সাবেক সদস্য সচিব মুশফিকুর রহমান নয়ন।
সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমান বিশ্বাস করেন—বাংলাদেশে তাঁর মূল শক্তি জনগণ। তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, শ্রমজীবী মানুষের মর্যাদা রক্ষা এবং জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়াই তাঁর রাজনীতির প্রধান লক্ষ্য। বক্তারা আরও বলেন, তারেক রহমান শুধু একটি নাম নন—তিনি আশা, তিনি সম্ভাবনা, তিনি আগামীর গণতান্ত্রিক বাংলাদেশের প্রতীক।
বক্তব্যে বলা হয়, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সারাদেশের মানুষ তাঁকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।
স্বাগত মিছিলে পতেঙ্গা থানা যুবদলের বিভিন্ন ওয়ার্ড ও অধীনস্ত ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।


