রাউজান, শফিউল আলম: রাউজান উপজেলা সদরের ফকির হাট বাজারের পশ্চিম পাশে অবস্থিত রাউজান রাঙ্গুনিয়া নিজাম উদ্দিন পাবলিক হল এক সময় অঞ্চলের সাংস্কৃতিক প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ছিল। এখানে নাটক, গান, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়মিত আয়োজন হতো। এছাড়া বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের সভা-সমাবেশ এবং পাঠাগারেও ছাত্র-ছাত্রীসহ স্থানীয় বয়স্করা নিয়মিত বই পড়ত।
কিছু বছর ধরে হলটি জরাজীর্ণ হয়ে পড়ে এবং মেরামত করা হয়নি। পরবর্তীতে রাউজান ডাক বাংলোর পাশে নতুন দুইতলা সাতশত আসন বিশিষ্ট পাবলিক হল নির্মিত হলেও সেখানে সাংস্কৃতিক কার্যক্রম নেই।
রাউজান শিল্পকলা একাডেমি, যা উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন রেজা সময় সংস্কার ও পরিচালনা করে শিক্ষার্থী ও স্থানীয়দের নাচ, গান ও কবিতা আবৃতির মাধ্যমে সাংস্কৃতিক চর্চা চলছিল, বর্তমানে কার্যক্রম কমে গেছে।
বর্তমানে রাঙ্গুনিয়া নিজাম উদ্দিন পাবলিক হলের কিছু অংশ ভেঙে রাস্তা নির্মাণ করা হয়েছে এবং অংশটি ঝুঁকে পড়ে রয়েছে। এতে স্থানীয়রা তাদের সাংস্কৃতিক ঐতিহ্য হারানোর আশঙ্কা প্রকাশ করেছেন। এলাকাবাসী দাবি করেছেন, গঠনতান্ত্রিকভাবে সভাপতি হিসেবে রাউজান মুন্সেফ আদালতের বিচারকের নেতৃত্বে হলের সম্পত্তি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হোক।


