নিজস্ব প্রতিবেদক, প্রিয় চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ বলেছেন, বিতাড়িত স্বৈরাচার আওয়ামী লীগ ও তাদের দোসররা বিদেশি প্রভুদের মদদে সহিংসতা সৃষ্টি করে নির্বাচন বানচাল ও বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে। এই ষড়যন্ত্র নস্যাৎ করতেই হবে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্ণফুলী হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, চট্টগ্রাম মহানগরীতে পুলিশ ছাড়া কোনো বাহিনীর অস্তিত্ব থাকবে না। সাজ্জাদ বাহিনী, লাল্টু বাহিনী, পল্টু বাহিনীর মতো সব সন্ত্রাসী গোষ্ঠী নির্মূল করা হবে। প্রয়োজনে চরম ব্যবস্থা নিতেও পুলিশ পিছপা হবে না।
নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, সাঁড়াশি অভিযান তিন-চার মাস ধরেই চলছে। সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করে আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। লুণ্ঠিত অস্ত্রের প্রায় ৮০ শতাংশ উদ্ধার হয়েছে, বাকিগুলো উদ্ধারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
সভায় একুশে পদকপ্রাপ্ত ও দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক বলেন, পুলিশের প্রতি মানুষের ভীতি দূর করে তথ্য আদান-প্রদান বাড়াতে পারলে অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিয়া মো. আরিফ। সভায় সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


