পটিয়া উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তারের পরও থানা হেফাজতে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি মো. শোয়াইব-উল ইসলাম মহিম (২১)। তিনি বড়লিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হিসেবে পরিচিত। গত ১৮ ডিসেম্বর রাত আনুমানিক ১টার দিকে পটিয়া পৌর সদরের কাগজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিজয় দিবস উপলক্ষে নিষিদ্ধ যুবলীগের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারের পর থানা হেফাজতে থেকেও শোয়াইব ফেসবুকে একাধিক পোস্ট দেন। হাতকড়া পরা ছবি, থানা থেকে স্ট্যাটাস দেওয়ার পাশাপাশি ডিউটিরত ঘুমন্ত এক পুলিশ সদস্যের সঙ্গে সেলফিও পোস্ট করেন, যা সামাজিক মাধ্যমে সমালোচনার জন্ম দেয়।
এ বিষয়ে পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, গ্রেপ্তারের সময় আসামি কৌশলে মোবাইল ফোনটি লুকিয়ে রাখে। বিষয়টি নজরে এলে পরে ফোনটি জব্দ করা হয়।


