রাজধানীর মগবাজার, মৌচাক ও শান্তিনগর এলাকায় তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, মালিবাগ ফ্লাইওভার থেকে অজ্ঞাত কেউ ‘পটকা’ নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলের দিকে পাশাপাশি সময়ে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এক নারী সামান্য আহত হয়েছেন বলে পুলিশ জানতে পেরেছে।
ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বলেন, মৌচাক-মালিবাগ ফ্লাইওভারের ওপর থেকে অজ্ঞাতনামা কোনো ব্যক্তি পটকা নিচে নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এটি ককটেল কিনা তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় একজন নারী সামান্য আহত হয়েছেন।
এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন বলেও জানান ডিসি।


