শফিউল আলম, রাউজান ঃ পবিত্র ঈদুল আযহার দিনে গত ২৯ জুন বৃহস্পতিবার সকালে রাউজানের গহিরা বক্সে আলী চৌধুরী জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি ও তার সন্তান ফারাজ করিম চৌধুরী, প্রকৌশলী ফারহান করিম চৌধুরী । ঈদের নামাজ আদায় করার পর রাউজানের ুিবভিন্ন এলাকা থেকে আ্্গত দলীয় নেতা কর্মী, প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে আগত দলীয় নেতা কর্মী বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে কোরবানীর পশুর মাংস দিয়ে আপ্যায়ন করেন । ঈদুল আযহার দিনে রাউজানের কদলপপুরে নিজ বাড়ীতে ঈদৈর নামাজ আদায় করেন মহাহিসাব নিয়ন্ত্রক মুসলিম উদ্দিন চৌধুরী, তার ভাই সচিব মহসিন চৌধুরী । ঈদের দিনে রাউজানের হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা, হলদিয়া জুবলী স্কুল সংগ্লন্ন ঈদগাহ, ফকিরটিরা বাজার ঈদগাহ, জানিপথর ঈদগাহ, ডাবুয়া হাসান চৌধুরী বাড়ী ঈদগাহ, রাউজান সুলতান পুর দারগো বাড়ী, ঈদগাহ, বাঘপুকুর পাড় ঈদগাহ, রাউজান সদর ঈদগাহ মাঠ, মোহাম্মদপুর মহিউল উলুম মাদ্রাসা ঈদগাহ মাঠ, কদলপুর মীরবাগিচা ঈদগাহ মাঠ, পরির দিঘির পাড় ঈদগাহ মাঠ, নোয়াপড়া সামমাহলদার পাড়া ঈদগাহ মাঠ, সহ বিভিন্ন এলাকার ঈদগাহ মাঠে ও মসজিদে ঈদুল আযহার নামাজ অনুষ্টিত হয় । ঈদের নামাজ আদায় করার পর মুসল্লিরা একে অপরের সাথে কোলাকোলী করে শুভেচ্ছা বিনিময় করেন ।


