শফিউল আলম, রাউজান প্রতিনিধি: রাউজান উপজেলার ১২ নং উরকিরচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মইশকরম এলাকায় জনগনের চলাচলের সড়ক দরবারে কামলিয়া সড়ক গভীর রাতে কেটে ফেলে সড়কে বিছানো ইট ফেলে দেওয়ার অভিযোগ করেন মইশকরম এলাকার বাসিন্দ্বা আলতাফ হোসেন। সড়ক কেটে সড়কে বিছানো ইট ফেলে দেওয়ার অভিযোগে আলতাফ হোসেন বাদী হয়ে একই এলাকার বাসিন্দ্বা নেজাম উদ্দিন সহ আরো ৬ জনকে আসামী করা হয়েছে । রাউজান থানায় গতকাল ৯ জুলাই রবিবার অভিযোগ করেন । আলতাফ হোসেন অভিযোগ করে বলেন, গত ১ জুলাই শনিবার দিবাগত রাত সাড়ে বরাটার সময়ে একই এলাকার বাসিন্দ্বা রুহুল আমিনের পুত্র নেজাম উদ্দিন ভাড়টিয়া লোকজন দিয়ে দরবারে কামালিয়া সড়কের ৫টি স্থানে কেটে ফেলে । সড়ক কেটে সড়কে সরকারী ভাবে বিছানো ইট তুলে ফেলে দেয় । এঘটনার পর সড়ক কাটার সাথে জড়িত নেজাম উদ্দিন থানায় এসে উল্টো এলাকাবাসীর বিরুদ্বে সড়ক কাটার অভিযোগ করেন। সড়কটি কেটে ফেলে সড়ক থেকে ইট তুলে য়েলে দেওয়ায় সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্দ্ব রয়েছে । এতে এলাকার বাসিন্দ্বরা চরম দুভোর্গ পোহাতে হচ্ছে । সড়ক কাটার বিষয়ে নেজাম উদ্দিনকে তার মোবাইল ফোন নম্বরে একাধিকবার ফোন করা হলে ও নেজাম উদ্দিন তার ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি । এব্যাপারে উরকিরচর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল বলেন, নেজাম উদ্দিন তার লোকজন নিয়ে গভীর রাতে সড়কটি কেটে সড়ক থেকে ইট তুলে ফেলে দেওয়ার সময়ে এলাকার লোকজন দেখেছেন বলে প্রত্যক্ষর্দর্শীরা আমাকে জানিয়েছেন । এ ব্যাপারে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, সড়ক কেটে ফেলার বিষয়ে দুই পক্ষ একে অপরের বিরুদ্বে অভিখযোগ করেছে । তা তদন্ত করে দেখা হচ্ছে ।
সড়ক কেটে সড়কে বিছানো ইট ফেলে দেওয়ার অভিযোগ
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


