দেশের বাইরে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি লীগে নেমেই বাজিমাত করলেন তাউহীদ হৃদয়। আজ লঙ্কান প্রিমিয়ার লীগের (এলপিএল) অভিষেকেই ফিফটি হাঁকান এই বাংলাদেশী ব্যাটার। হৃদয়ের দুর্দান্ত ফিফটির পর বোলারদের দুর্দান্ত বোলিংয়ে এলপিএলের উদ্বোধনী ম্যাচে কলম্বো স্ট্রাইকার্সকে ২১ রানে শুভ সূচনা করেছে জাফানা কিংস।
এদিন আগে ব্যাটিং করতে নামে জাফানা। ৪ নম্বরে উইকেটে আসেন হৃদয়। শুরুটা মন্থর হলেও ক্রমেই নিজেকে মেলে ধরতে শুরু করেন ২২ বছর বয়সী এই ব্যাটার। চতুর্থ বলে সিঙ্গেল নিয়ে খোলেন রানের খাতা। প্রথম ৮ বলে ৫ রান করা হৃদয় করুনাত্নের ওভারে টানা দুই চার মেরে খোলস ছেড়ে বের হন।
১৮তম ওভারে নিজের ৩৭তম বলে মাথিশা পাথিরানাকে ডিপ পয়েন্ট দিয়ে চার মেরে ফিফটি স্পর্শ করেন হৃদয়। শেষ পর্যন্ত খেলেন ৩৯ বলে ১ ছক্কা ও ৪টি চারে ৫৪ রানের দুর্দান্ত ইনিংস। হৃদয়ের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান তুলেছে জাফানা কিংস। কলম্বোর হয়ে ৩০ রানে ১ উইকেট নিয়ে সেরা বোলার নাসিম শাহ।
লক্ষ্য তাড়ায় ১৫২ রানে থামে কলম্বোর ইনিংস।
৩৪ বলে ৫৮ রান করেন কলম্বোর ওপেনার নিরোশান দিকওয়ালা। জাফানার হয়ে ৩ উইকেট নেন হারদুস। এছাড়া জোড়া উইকেট নেন দিলশান মাধুশাংকা ও বিজয়াকান্ত।


