প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরক্কোয় ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর দুঃখ ও শোকপ্রকাশ করেছেন। জি-২০ সম্মেলনে যোগদানের লক্ষ্যে বর্তমানে ভারতের নয়াদিল্লিতে অবস্থান করছেন প্রধানমন্ত্রী।
শনিবার (৯ সেপ্টেম্বর) মরক্কোর প্রধানমন্ত্রী আজিজ আখানুচের কাছে পাঠানো এক চিঠিতে সম্প্রতি ভূমিকম্পে হতাহতের ঘটনায় দুঃখ ও শোক প্রকাশ করেন শেখ হাসিনা।
মরক্কোর প্রধানমন্ত্রীকে পাঠানো এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, মরক্কোর এটলাস পর্বতমালায় আঘাত হানা বিধ্বংসী ভূমিকম্পে দুই হাজারের বেশি মানুষের মৃত্যু এবং বহু মানুষ আহত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত।
উল্লেখ্য, শুক্রবার স্থানীয় সময় রাত ১১টার দিকে ভয়াবহ শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে মরক্কোতে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৮। এতে কমপক্ষে ২০০০ নিহত হয়েছেন।


