চট্টগ্রামের ঐতিহ্যবাহি স্বেচ্ছাসেবী সংস্থা ‘মনজিল’ এর উদ্যোগে গত ৫ অক্টোবর শনিবার শিশু-কিশোরদের সিরাত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সিরাতুন্নবী স. মাহফিল চান্দগাঁও খাজা রোডস্থ নূরানী ইসলামিয়া এডুকেশন ইনষ্টিটিউটে অনুষ্ঠিত হয়।
সংস্থার সভাপতি ডা. মুহাম্মদ আলাউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মমতাজ উদ্দিন কাদেরী, প্রধান বক্তা ছিলেন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন। মনজিলের শিশু কিশোরদের জন্য সিরাত প্রতিযোগিতার মধ্যে ছিল সিরাত পাঠ, নাতে রাসুল পরিবেশনা, ক্যালিগ্রাফি অংকন এবং গুণীজন সম্মাননা প্রদান ও সিরাত মাহফিল।

প্রায় দশটি প্রতিষ্ঠানের শতাধিক প্রতিযোগীদের মধ্যে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাহফিলের প্রধান অতিথি ড. মুহাম্মদ মমতাজ উদ্দিন কাদেরী বলেন, আমাদের দালান কোঠা, সহায় সম্পদ সবই আছে, এখন প্রয়োজন বিশ্বনবী মুহাম্মদুর রসুল স. এর আদর্শের ভালো মানুষের, যারা এ প্রজন্মের শিশু কিশোরদের সুশিক্ষা ও সঠিক পথে নেতৃত্ব দিবে। অনুষ্ঠানে সংবর্ধিত গুণীজন শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, শিশু-কিশোরদের ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হলে একটাই কর্তব্য, তা হলো পড়া পড়া আর পড়া, তাদের পড়ালেখার কোনো বিকল্প নেই।
মহানবীর কাছে প্রথম যে রেসালত আসে তাতেও পড়ার প্রতি নির্দেশ দেয়া হয়েছে। আমাদের এ প্রজন্মের শিশুদেরকে জ্ঞান-বিজ্ঞান, শিক্ষা ও সংস্কৃতিতে সমান দক্ষতা অর্জন করতে হবে। মনজিল সংস্থা এবছর শিক্ষায় অধ্যাপক ড. মুহাম্মদ মমতাজ উদ্দিন কাদেরী, মানবিক সেবায় প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন, সমাজ সেবায় মুরতাজা কামালকে গুণীজন সম্মাননা সম্মাননা প্রদান করেছে।

মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন মনজিল এর সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আলাউদ্দিন চৌধুরী। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আলমগীর ছিদ্দিক, একরাম মাহমুদ আনছারী, ইন্টেরিয়র আর্কিটেক্ট ও ক্যালিগ্রাফি শিল্পী শাদ ইরশাদ, এরফান মাহমুদ আনছারী, ডা. রাশেদুল ইসলাম শরীফ, ডা. আবু বকর ছিদ্দিক মীর, মাওলানা আবদুল গফুর, সাইদুর রহমান ইমন চৌধুরী প্রমুখ। খবর বিজ্ঞপ্তি


