চট্টগ্রাম শহীদ মিনারের পাশে অবস্থিত বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে গণতান্ত্রিক উপায়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ নির্বাচনে মোট ১৫ জন নির্বাচিত হয়ে আসেন।
পরবর্তীতে নির্বাচিত ১৫ জনের সম্মিলিত সিদ্ধান্তে প্রেসিডেন্ট নির্বাচিত হন চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সাবেক পরিচালক এবং উক্ত সমিতির সাবেক সেক্রেটারি মোহাম্মদ আবসার হাসান চৌধুরী (জসীম)। সিনিয়র সহসভাপতি মোঃ ইকবাল হোসেন চৌধুরী, সহ-সভাপতি কাজী কামাল হোসেন, সাধারণ সম্পাদক শাহ আলম মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদুল করিম, সহ-সম্পাদক জসিম উদ্দিন রাজু, অর্থ সম্পাদক মোঃ আবুল কাশেম, দপ্তর সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন, কার্যকরী সদস্য ইঞ্জিনিয়ার মানস কুমার সেন মিঠু, মোঃ মামুন রানা, মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ নাসির আহমদ, মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া, দিবাস ঘোষ, সাইফুল ইসলাম কামাল।
প্রেসিডেন্ট মোহাম্মদ আবসার হাসান চৌধুরী জসিম গণতান্ত্রিক উপায়ে নির্বাচন সম্পন্ন হওয়ায় নির্বাচন কমিশনারবৃন্দ,সকল প্রতিদ্বন্দ্বী সম্মানিত ব্যবসায়ী বৃন্দ, সকল সম্মানিত ভোটারবৃন্দ, পরিদর্শনে আসা সকল বণিক সমিতির নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট সরকারি প্রশাসন ও নিরাপত্তা প্রদানকারী সংশ্লিষ্ট থানার সম্মানিত পুলিশ বৃন্দ এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা গুলোকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন বাংলাদেশের গণতান্ত্রিক নতুন প্রেক্ষাপটে চট্টগ্রাম বিভাগের সকল প্রান্ত থেকে ভোটাররা এসে উৎসবমুখর পরিবেশে, নির্ভয়ে, লেভেল প্লেয়িং ফিল্ডে ভোট দিতে পেরে সংশ্লিষ্ট সবাই আনন্দিত। বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবসায়ীরা ভবিষ্যতে নির্বিঘ্ন পরিবেশে, চাঁদাবাজ মুক্ত পরিবেশে, ক্রেতা সাধারণের সাথে ন্যায্যতার ভিত্তিতে ব্যবসা পরিচালনা, ভয়হীন প্রক্রিয়ায় সরকারকে যথাযথ ট্যাক্স প্রদানের মাধ্যমে রাষ্ট্রযন্ত্রের সুশাসন কায়েমে সাহায্য করা ইত্যাদি কল্যাণকামী সকল পদক্ষেপ গ্রহণ করে গ্রহণে বর্তমান নির্বাচিত কমিটি কোনভাবেই পিছুপা হবে না।


