কদমতলী এলাকায় ট্রেনে কাটা পড়ে ৬০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২৭ অক্টোবর) সকাল ৯টার দিকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম রেলওয়ে থানার এসআই শেখ তন্ময় জানান, ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


