সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁওয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত তিনদিনব্যাপী বিজয় মেলার দ্বিতীয় দিনে সন্ধ্যার পর উচ্ছৃঙ্খল নাচগানের ঘটনায় জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
জানা যায়, ঈদগাঁও হাইস্কুল মাঠে বিজয় মেলা চললেও নদীর উত্তর পাশে ইসলামাবাদের ইউসুফের খিল এলাকায় ১৬ ডিসেম্বর থেকে দুই দিনব্যাপী তাফসির মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। একই সময়ে দুই ভিন্ন কর্মসূচির কারণে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিজয় মেলায় কিছু উচ্ছৃঙ্খল যুবকের অশ্লীল গানের তালে নাচগানের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে ধর্মপ্রাণ মুসলমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেন।
এ বিষয়ে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে আলোচনা করেছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বিজয় মেলায় এ ধরনের নাচগান বন্ধ করে দেওয়া হয়েছে।


