চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার এয়ারপোর্ট রোডে তেলবাহি ট্যাংকের সাথে থাক্কা লেগে বাস উল্টে তিনজন নিহত হয়েছেন।
৬ মার্চ, সোমবার রাত ৯টার দিকে মেঘনা তেল ট্যাংক লোডিংয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন- রেলকর্মী আজিজুল হক (৩০) এবং যাত্রী দুজন আসাদুজ্জামান (৩০) ও মিঠুন কান্তি দে (২৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম। তিনি জানান, রাত ৯টার দিকে মেঘনা ওয়েলে থেকে তেল নিয়ে একটি ওয়াগন ট্রেন ক্রসিং অতিক্রম করার সময় যাত্রীবিহিন একটি বাসের সাথে থাক্কা লাগে। সাথেসাথে বাসটি উল্টে গিয়ে ঘটনাস্থলে ৩জন নিহত হয়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক নুরুল আলম আশিক বলেন, ইপিজেড থানার এয়ারপোর্ট রোডে বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা তারেক মুহাম্মদ ইমরান জানান, মেঘনা অয়েলে তেলভর্তি ওয়াগন ট্রেন আনার জন্য একটি ইঞ্জিন যাচ্ছিল। এ সময় সংকেত দেওয়া হলেও সেটি উপেক্ষা করে যাত্রীবাহী বাসটি রেললাইনের ওপরে চলে আসে। তখন রেলের ইঞ্জিন সেটিতে দ্রুতগতিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে রেলের পয়েন্টসম্যান আজিজুল হক নিহত হন।
এদিকে এ ঘটনা তদন্ত করতে তিন সদস্যর কমিটি গঠন করেছে রেলওয়ে। কমিটিতে রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা মুহাম্মদ তারেক ইমরানকে প্রধান করা হয়েছে।
কমিটির বিষয়ে রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আবিদুর রহমান বলেন, এ ঘটনায় তিন সদস্যর কমিটি গঠন করা হয়েছে। তাদের তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।