৮১ রানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারালো কলকাতা নাইট রাইডার্স। আইপিএল-এর এই ম্যাচে বেঙ্গালুরুর অধিনায়ক ডুপ্লেসি টসে জিতে ব্যাট করতে পাঠান নাইট রাইডার্সকে। শার্দুল ঠাকুর এবং আফগানিস্তান এর উপজাতীয় যুবক গুরবাজ সিং এর দাপটে নাইট রাইডার্স ২০৪ রানের ইনিংস গড়ে। পাল্টা ব্যাট করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুটিয়ে যায় ৮১ রানের দূরত্বে। দুরন্ত বোলিং করেন শার্দুল এবং বরুন চক্রবর্তী।
এদিন মাঠে শাহরুখ খানের উপস্থিতি নাইটিদের মনে বাড়তি উদ্দীপনা যোগায়।