বোয়ালখালীতে রাতের আঁধারে রশি কেটে নৌকা চুরির ঘটনা ঘটেছে। রোববার (২৩ এপ্রিল) থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নৌকার মালিক মঈন উদ্দিন পারভেজ বলেন, শনিবার (২২ এপ্রিল) রাত ৯টার দিকে পশ্চিম কধুরখীল গুইলদ্যাখালী এলাকায় প্রতিদিনের ন্যায় নৌকাটি রশি দিয়ে বেঁধে রেখেছিলাম। রোববার ভোর ৫টার দিকে গিয়ে দেখি নৌকাটি নেই।
প্রায় ৪০ হাজার টাকা খরচ করে নৌকাটি তৈরি করেছিলাম।
স্থানীয়রা জানান, পৌরসভার পশ্চিম কধুরখীল কাজী মোবারক আলী খলিফা বাড়ির পারভেজ নৌকা নিয়ে নদীতে মাছ ধরতো। নৌকাটি গুইলদ্যাখালী এলাকায় বেঁধে রাখতো। চুরির ঘটনায় পারভেজ মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুর রাজ্জাক বলেন, নৌকা চুরির খবর শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যদিও এসব বিষয় নৌ-পুলিশ দেখে। তারপরও আমরা চোর শনাক্ত করার চেষ্টা করছি।