একই সারিতে পরপর দাঁড়িয়েছিলেন তারা। শুক্রবার সাংহাই কোঅপারেশন অর্গানাইজেসন এর কনক্লেভ এর উদ্বোধন অনুষ্ঠানে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর জন্য অপেক্ষা করছিলেন চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শঙ্গ ফু, ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিজডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা ঘারেই, কাজাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল রুশলন জাকশীলভ এবং তাজাকিস্থানের প্রতিরক্ষামন্ত্রী কর্নেল জেনারেল শেয়ালি মিয়াজ।
রাজনাথ সিং এলেন। করমর্দন করলেন ইরান, কাজাকিস্থান এবং তাজাকিস্তানের কাউন্টারপার্টদের সঙ্গে। কিন্তু, হাত মেলালেন না চীনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে। তথ্যভিজ্ঞ মহলের ধারণা, পূর্ব লাদাখ এর সীমান্ত থেকে পিপলস লিবারেশন আর্মি প্রত্যাহার করার যে প্রস্তাব ভারত দিয়েছে তা সম্ভবত গ্রহণযোগ্য মনে হয়নি চীনের কাছে। তাই এই শৈত্য প্রদর্শন। কূটনৈতিক স্তরে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।