২৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু করেও স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। শেষ বেলায় ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডের জোড়া ধাক্কা ম্যাচে ফিরেছে ইংল্যান্ড। ম্যাচের বর্তমান পরিস্থিতি অনুযায়ী পঞ্চম দিনে অপেক্ষা করছে দারুণ রোমাঞ্চ।
চতুর্থ দিন ৩ উইকেটে ১০৭ রান নিয়ে শেষ করেছে অজিরা। জয়ের জন্য শেষদিনে প্যাট কামিন্সের দলের প্রয়োজন ১৭৪ রান, ইংল্যান্ডের ৭ উইকেট।
ইংল্যান্ডে দেওয়া ২৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা পঞ্চাশোর্ধ রানের জুটি গড়ে দুর্দান্ত শুরু এনে দেন অস্ট্রেলিয়াকে। ওয়ার্নারকে কট বিহাইন্ড করে ৬১ রানের জুটি ভাঙেন রবিনসন। এরপর মার্নাস লাবুশানে বিদায় নেন তিনটি চার মেরেই। খানিক পর স্টিভেন স্মিথকে ফিরিয়ে ম্যাচ জমিয়ে তোলেন ব্রড।
দিনের শেষ বেলায় ‘নাইটওয়াচম্যান’ হিসেবে নেমে খাজাকে সঙ্গ দেন বোল্যান্ড। দিন শেষ তিনি ১৩ রানে ও ৩৪ রানে অপরাজিত খাজা।
এর আগে ২ উইকেটে ২৮ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে ইংল্যান্ড। দিনের শুরুতেই স্কট বোল্যান্ডের টানা তিন বলে দুটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে আগ্রাসী শুরু করেন জো রুট। এরপর অলি পোপকে বোল্ড করে কামিন্স ভাঙেন ৫০ রানের জুটি।
রুট ফেরেন ফিফটির আগে। প্রথম ইনিংসে সেঞ্চুরিয়ন এবার করেন ৪৬ রান। লাঞ্চ বিরতির আগে লায়নের দ্বিতীয় শিকার হয়ে ফেরার আগে ব্রুকও ৪৬ রান করেন। এরপর স্টোকস ও বেয়ারস্টো মিলে এগিয়ে নেওয়ার চেষ্টা করলেও জুটি বড় হয়নি। ৩৯ বলে ২০ রান করে ফিরে যান বেয়ারস্টো। মইন আলি করেন ৩১ বলে১৯ রান। এরপর শেষদিকে অলি রবিনসনের ২৭ রানের উপর ভর করে ইংল্যান্ডের লিড পার হয় আড়াইশো। শেষ পর্যন্ত ২৭৩ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। আগের ইনিংসের সাত রান লিড যোগ হয়ে অজিদের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৮১ রান।


