শফিউল আলম, রাউজান ঃ প্রবল বর্ষন ও পাহাড়ী ঢলের শ্রোতের পানিতে রাউজানের বিভিন্ন এলাকায় বন্যার পানিতে আমন ধানের চারা ও বীজতলা, শরৎকালীন সব্জি ব্যাপক ক্ষয় ক্ষতি হওয়ার পর কৃষকেরা নতুন ভাবে ক্ষতি হওয়া আমন ধানের চারা পুনরায় রোপন করেন । গতকাল ২৭ আগষ্ট রবিবার ভোররাত থেকে ভারী বর্ষন হলে উজান থেকে নেমে আসে পাহাড়ী ঢলের শ্রোতের পানি। সাগর থেকে কর্ণফুলী নদী ও হালদা নদী দিয়ে সংযুক্ত খাল দিয়ে আসে জোয়ারের পানি । উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের শ্রোতের পানি ও জোয়ারের পানি এসে রাউজানের বিভিন্ন এলাকার ফসলী জমিতে রোপন করা আমন ধান ও সব্জি ক্ষেত পানিতে তলিয়ে গেছে । সম্প্রতি গত ১৫দিন পুর্বে সৃস্ট বন্যায় রাউজানে ৭ হাজার হেক্টর ফসলী জমির আমন ধান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয় বলে রাউজান উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সনজিব কুমার সুশীল জানান । আবারো ভারী বর্ষনে পাহাড়ী ঢলের শ্রোতের পানিতে আমন ধানের চারা পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকেরা হতাশ হয়ে পড়েছে । ভারী বর্ষনে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক ডুবে যাওয়ায় যাত্রীবাহি বাস চলাচল বন্দ্ব শফিউল আলম,রাউজানঃভারী বর্ষন ও পাহাড়ী ঢলের শ্রোতের পানিতে হাটহাজারীর নন্দীর হাট এলাকার চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক ডুবে যাওয়ায় চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কে যাত্রীবাহি বাস চলাচল বন্দ্ব যাত্রীদের চলাচলে চরম দুভোর্গ পোহাতে হয় । গতকাল ২৭ আগষ্ট রবিবার ভোররাত থেকে ভারী বর্ষন হলে পাহাড়ী ঢলের শোতের পানি নেমে হাটহাজারী বড়দিঘীূর পাড় থেকে নন্দীর হাট পর্যন্ত চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের উপর দিয়ে কোমর সামান পানিতে তলিয়ে যায় । সড়কের উপর দিয়ে পাহাড়ী ঢলের শ্রোতের পানি গড়িয়ে পড়ে। সড়কের উপর দিয়ে পানি গড়িয়ে পড়ায় চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক দিয়ে চলাচল কারী যাত্রীবাহি বাস সিএনজি অটোরিক্সা চলাচল বন্দ্ব হয়ে যায় । আটকে পাড়া বাস ও সিএনজি অটোরিক্সার যাত্রী কোমর সমান পানি দিয়ে পরনেল কাপড় ভিজিয়ে পায়ে হেটে সড়ক পাড় হয়ে এসে হাটহাজারীর ইসলামিয়া হাট ও মদন হাট পর্যন্ত এলাকা থেকে সিএনজি অটোরিক্সায় করে রাউজান, হাটহাজারী, রাঙ্গামাটিতে যায়। রাউজান ও রাঙ্গামাটি থেকে আসা যাত্রাবাহি বাসের যাত্রীরা সড়কের কোমর সমান পানি পায়ে হেটে আমান বাজার এলাকায় গিয়ে চট্টগ্রাম শহরে যায় । গতকাল রবিবার ভোর থেকে বিকাল ৩ টা পর্যন্ত সময়ে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কে যাত্রীবাহি বাস চলাচল বন্দ্ব হয়ে যায় সড়কের উপর দিয়ে পানি চলাচলের কারনে । চট্টগ্রাম বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ইউনুছ বলেন ভারী বর্ষনে হাটহাজারীর বড় দিঘির পাড়, নন্দীর হাট এলাকায় সড়কের উপর দিয়ে পানি গড়িয়ে পড়ায় সড়ক দিয়ে যাত্রীবাহি বাস চলাচল বন্দ্ব হয়ে যায় । কয়েকাটি যাত্রীবাহি বাস রাউজানের হাফেজ বজলুর রহমান সড়ক হয়ে চট্টগ্রাম কাপ্তাই মহাসড়ক দিয়ে চলাচল করে।
রাউজানে তলিয়ে গেছে আমন ধানের চারা
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন