নাইজেরিয়ার প্রায় সকল রাষ্ট্রদূত দেশে ফিরে যাচ্ছেন। দেশটির প্রেসিডেন্ট বোলা তিনুবুর অফিস থেকে এ ঘোষণা দেয়া হয়েছে। মূলত দূতাবাসগুলোতে নতুন করে রাষ্ট্রদূত নিয়োগ দেয়া হবে। এতে বাদ পড়তে পারেন অনেক রাষ্ট্রদূত, আবার এক দেশ থেকে অন্য দেশেও পাঠানো হতে পারে অনেককে। শুধুমাত্র জাতিসংঘে নিযুক্ত দুই প্রতিনিধিকে আপাতত দায়িত্ব পালন অব্যাহত রাখতে বলা হয়েছে। এ খবর দিয়েছে আরটি।
খবরে বলা হয়, প্রেসিডেন্টের উপদেষ্টা আজুরি এনগেলালে শনিবার এক বিবৃতিতে রাষ্ট্রদূতদের দেশে ফিরে আসার নির্দেশের কথা জানান। নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বের সকল দেশ থেকে রাষ্ট্রদূতদের নাইজেরিয়া ফিরে আসার নির্দেশ দেয়া হয়েছে। দীর্ঘ পর্যবেক্ষণের ভিত্তিতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয় ওই বিবৃতিতে। এর উদ্দেশ্য হচ্ছে, বিদেশে নাইজেরিয়ার কূটনৈতিক মিশনগুলো থেকে বিশ্বমানের সেবা প্রদান নিশ্চিত করা।
তবে জাতিসংঘের সাধারন অধিবেশন ঘনিয়ে আসায় নিউ ইয়র্ক ও জেনেভায় নিযুক্ত নাইজেরিয়ার স্থায়ী প্রতিনিধিদের আপাতত দায়িত্ব পালন অব্যাহত রাখার কথা বলা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে বিশ্বের ১০৯টি দেশে দূতাবাস রয়েছে নাইজেরিয়ার।
এ বছরের মে মাসে ক্ষমতা গ্রহণ করেন তিনুবু।
এরপর তিনি দেশটির প্রতিরক্ষা প্রধান, সেনা প্রধান, নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান পরিবর্তন করেন। এছাড়া তিনি তেলের ওপর থাকা ভর্তুকি তুলে নেন। এরফলে নাইজেরিয়ায় পণ্যের দাম দ্রুত বাড়তে শুরু করেছে।


