এক দশকের বেশি সময় ফুটবল বিশ্ব দেখেছে লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর যুগপৎ শাসন। দুই মহাতারকা মিলে ভাগ করে নেন ১২টি ব্যালন ডি’অর। ২০২২ বর্ষসেরার ৩০ জনের তালিকায় মেসি না থাকলেও ছিলেন রোনালদো। এবারের তালিকায় পর্তুগিজ সুপারস্টারের জায়গা হয়নি। তবে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে বর্ষসেরার প্রতিযোগিতায় ফিরলেন মেসি। ব্যালন ডি’অরের জন্য মনোনীত ৩০ জনের তালিকায় আর্জেন্টাইন লেজেন্ডের সঙ্গে রয়েছেন ২০২২ সালের ব্যালন ডি’অর জয়ী করিম বেনজেমা, আর্লিং ব্রট হালান্দ এবং কিলিয়ান এমবাপ্পেরাও।
২০০৯ সালে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জেতেন লিওনেল মেসি। ২০২১ সালে সপ্তম এবং সবশেষ পুরস্কারটি জেতেন আর্জেন্টাইন সুপারস্টার। পিএসজির হয়ে ছন্দহীন পারফরম্যান্সে ২০২২ ব্যালন ডি’অরের জন্য মনোনয়ন পাননি মেসি। কাতার বিশ্বকাপ জয়ে অষ্টমবারের মতো বর্ষসেরা হওয়ার প্রতিযোগিতায় নামলেন তিনি।
২০২১ সালে জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথম মৌসুমে ছন্দ দেখানোয় ২০২২ ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন পর্তুগিজ মহাতারকা।
তবে পরের মৌসুমে এরিক টেন হাগের কোচিংয়ে সিজনের অধিকাংশ ম্যাচই বেঞ্চ গরম করেই কাটে রনের। কাতার বিশ্বকাপেও সুবিধা করতে পারেননি তিনি। কোয়ার্টার ফাইনালে বাদ পড়া পর্তুগালের হয়ে মাত্র ১টি গোল করেন রোনালদো। ছন্দহীনতায় ১৯ বছরে প্রথমবারের মতো ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত ৩০ জনের তালিকায় জায়গা হয়নি ৫ বারের বর্ষসেরার। ২০০৩ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত একটানা বর্ষসেরার দৌড়ে ছিলেন রোনালদো।
২০২৩ ব্যালন ডি’অর জয়ের প্রতিযোগিতায় হট ফেভারিট লিওনেল মেসি। কাতারে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে মুখ্য ভূমিকায় ছিলেন তিনি। ৭ গোল করে আসরসেরা ফুটবলারও মনোনীত হন মেসি। তাছাড়া প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে ফরাসি লিগ ওয়ান এবং ফরাসি কাপও জেতেন আর্জেন্টাইন সুপারস্টার।
ব্যালন ডি’অরের লড়াইয়ে এবার লিওনেল মেসির বড় প্রতিদ্বন্দ্বী ভাবা হচ্ছে আর্লিং হালান্দকে। গত মৌসুমে ম্যানচেস্টার সিটির ট্রেবল জয়ে মুখ্য ভূমিকায় ছিলেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। গত মৌসুমে প্রিমিয়ার লীগে ৩৯ ম্যাচে ৪২ গোল করেন হালান্দ। চ্যাম্পিয়নস লীগে ১১ ম্যাচে ১২ গোল পান তিনি। বিধ্বংসী পারফরম্যান্সে ইতোমধ্যেই মেসিকে হারিয়ে উয়েফার বর্ষসেরার পুরস্কার জিতেছেন হালান্দ।
পিএসজির হয়ে ফরাসি লিগ ওয়ান এবং ফরাসি কাপ জেতা কিলিয়ান এমবাপ্পে কাতার বিশ্বকাপে ছিলেন দুর্দান্ত। ওয়ার্ল্ডকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হ্যাটট্রিক করা এই ফরাসি ফরোয়ার্ড গোটা আসরে ৮ গোল করে গোল্ডেন বুট জেতেন।
২০২২ সালে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জেতা করিম বেনজেমা গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ৪৩ ম্যাচে ৩২ গোল করেন। অ্যাসিস্ট করেন ৬টি। চোটের কারণে ফ্রান্সের হয়ে কাতার বিশ্বকাপ খেলা হয়নি তার। ২০২৩-২৪ মৌসুম শুরুর আগে রিয়াল মাদ্রিদ ছেড়ে সৌদি প্রো লীগের দল আল ইত্তিহাদ এফসিতে যোগ দেন বেনজেমা। রিয়াল মাদ্রিদের লুকা মদরিচ, ভিনিসিউস জুনিয়রও রয়েছেন ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত ৩০ জনের তালিকায়।
লিওনেল মেসির সঙ্গে আর্জেন্টিনার আরো তিন খেলোয়াড় জায়গা করে নিয়েছেন ব্যালন ডি’অরের জন্য মনোনীত ৩০ জনের তালিকায়। তারা হলেন ইন্টার মিলানের লাউতারো মার্টিনেজ, ম্যানচেস্টার সিটির হুলিয়ান আলভারেজ এবং আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে গোল্ডেন গ্লাভস জেতা অ্যাস্টন ভিলার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
আগামী ৩০ই অক্টোবর ফ্রান্সের প্যারিসে ঘোষণা করা হবে ২০২৩ ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের নাম।
ব্যালন ডি’অরের মনোনীত ৩০ ফুটবলার: লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, এমিলিয়ানো মার্টিনেজ, কেভিন ডি ব্রুইনা, জস্কো গার্ভাদিওল, আন্দ্রে ওনানা, করিম বেনজেমা, কিলিয়ান এমবাপ্পে, মোহাম্মদ সালাহ, জামাল মুসিয়ালা, বুকায়ো সাকা, বের্নার্দো সিলভা, জুড বেলিংহ্যাম, কুলোমুয়োনি, কাভিসা কাভারতাসখিলা, নিকোলা বারেল্লা, রুবেন দিয়াস, আর্লিং ব্রট হালান্দ, মার্টিন ওডেগার্ড, ইলকাই গুনদোয়ান, ইয়াসিন বুনো, ভিনিসিউস জুনিয়র, রদ্রি, রবার্ট লেভানদোভস্কি, অঁতোয়ান গ্রিজম্যান, কিম মিন জে, হ্যারি কেইন, লুকা মদরিচ এবং ভিক্টর ওশিমহেন।


