রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক ৩২৮২ এর গভর্নর (ডিজি) রোটারিয়ান ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান পিএইচএফ বি এমডি, রোটারি সদস্যদের আরও বেশি করে সমাজের মানুষের কল্যাণে কাজ করার আহবান জানিয়ে বলেছেন, চলতি রোটাবর্ষে প্রায় ২০০ হতদরিদ্র গৃহহীনকে নতুন গৃহ নির্মাণ করে দেবে রোটারি ক্লাব। একই নকশায় ও ভিন্ন জায়গায় প্রান্তিক দরিদ্র ও গৃহহীনদের জন্য এই উপহার প্রদান করা হবে। এছাড়া, সুবিধাবঞ্চিতদের জন্য নগরীতে ৫টি মোবাইল বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগের কথাও তিনি জানান। গভর্নর আরো বলেন, ১১৭ বছর যাবত রোটারি’ই পেরেছে সকল ধর্মকে একটি ছাদের নীচে এনে বন্ধুত্বের মাধ্যমে সমাজে শান্তি ও নিরবচ্ছিন্ন গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে এবং সমাজের নিগৃহীত, অবহেলিত মানুষের জন্য কিছু করতে। রোটারি এমন এক শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত-যা তার চিত্ত ও বিত্তবান সদস্যদের সকল কাজে উচ্চ নৈতিকতা বজায় রেখে সমাজের অবহেলিত মানুষের কল্যাণে কাজ করতে উদ্বুদ্ধ করে। রোটারি ক্লাব অব চিটাগাং ইস্ট অফিসিয়াল ভিজিটে এসে গভর্নর এসব কথা বলেন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) নগরীর ওয়াসাস্থ একটি অভিজাত রেস্তোঁরায় ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান নাসিমা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই এক্সক্লুসিভ মিটিং’এ ডিজি ক্লাবের গত বছরের ও বর্তমান চলতি বছরের বিভিন্ন কর্মকান্ডের সচিত্র প্রতিবেদন ও তথ্যাদি, ক্লাবের চার্টার সার্টিফিকেট, আরআই ও ডিস্ট্রিক্ট ডিইউজের পে-স্লিপসহ বিভিন্ন ডকুমেন্টেশনের কাগজপত্রাদি সঠিক নিয়ম মেনে করা হচ্ছে কি-না চেক করেন এবং সন্তোষ প্রকাশ করেন। মতিউর রহমান ক্লাবের নতুন কমিটির সকল সদস্যের কাছ থেকে বিশেষ করে ক্লাব ডিরেক্টর ও স্ট্যান্ডিং কমিটির চেয়ারদের সাথে মতবিনিময় করেন এবং ক্লাবের গুণগত মানসম্পন্ন সদস্য কিভাবে বাড়ানো যায়, সমাজের জন্য কিভাবে আরও বেশি সার্ভিস দেয়া যায় সর্বোপরী ভালো কাজের মাধ্যমে রোটারির ইমেজ বাড়ানোর বিষয়ে অভিমত ব্যক্ত করেন। নারী সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে রোটারি ইন্টারন্যাশনালের নির্দেশনার উপর গুরুত্বারোপ করে রোটারি ফাউন্ডেশনে অনুদান প্রদানের জন্য সদস্যদের উৎসাহিত করার পাশাপাশি উপকারিতা সম্পর্কে অবগত করেন। ডিজি ভিজিট শেষে ক্লাবের ৮৯০তম নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। ডিজি ও ফার্স্ট লেডির সম্মানে কেক কাটা হয় এবং ডিজিসহ আগত জেলা নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। ডিজি ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারি ও ট্রেজারারকে পিন পরিয়ে দেন এবং সম্মাননা স্মারক তুলে দেন। এছাড়া, নতুন সদস্য রোটারিয়ান ফয়সল চৌধুরী, রোটারিয়ান চম্পাকলি বড়ুয়া এবং রোটারিয়ান রুমানা রুমাকে পিন পরিয়ে দেন জেলা গভর্নর। ক্লাব সেক্রেটারি লেখক-সাংবাদিক রোটারিয়ান শওকত বাঙালির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন ফার্স্ট লেডি শামিনা ইসলাম এমপিএইচএফ, ডিস্ট্রিক্ট সেক্রেটারি মোঃ আকবর হোসাইন এমপিএইচএফ বি, ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ সেক্রেটারি ব্যাংকার শামসুল আলম রিপন পিএইচএফ, জোনাল হেড দিদারুল ইসলাম, ক্লাব চার্টার প্রেসিডেন্ট পিপি এ.কে.এম সাইদুল ইসলাম বাবু, পিপি এ.আর খান, ক্লাব এসাইন অ্যাসিস্ট্যান্ট গভর্নর জয় দেব চন্দ্র দাস জয়, পিপি কামরুল ইসলাম, পিপি লে. কর্নেল (অব.) জয়নুর রশীদ, চট্টগ্রামের প্রথম ক্লিনিক্যাল পুষ্টিবিদ ও ক্লাবের অতীত সুপার স্টার প্রেসিডেন্ট পিপি হাসিনা আক্তার লিপি, পিপি মির্জা মনিরুল হক, ট্রেজারার পিপি মোহাম্মদ শহীদ উল্লাহ, জয়েন্ট সেক্রেটারি রোটারিয়ান মো. মিজানুর রহমান, রোটারিয়ান নিলুফার আজাদ, রোটারিয়ান অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার, রোটারিয়ান ফয়সল চৌধুরী প্রমুখ। ইনভোকেশান পাঠ করান রোটারিয়ান জোবায়দুর রহমান সাকিব। ক্লাব সেক্রেটারি শওকত বাঙালি বলেন, ইয়ূথদের অর্থাৎ রোটার্যাক্ট ও ইন্টারেক্টদের সাথে কাজ করতে হবে। রোটারি পিস স্কলারশিপ বিষয়ে তাদের কিভাবে উৎসাহিত করা যায় সে ব্যাপারে তিনি গভর্নরের সাথে আলাপ করেন এবং পরবর্তী ৮৯১তম সভার তারিখ ঘোষণা করেন। ফার্স্ট লেডি শামিনা ইসলাম নতুন সদস্য অর্ন্তভূক্তির বিষয়ে পরিবারের সদস্য এবং আত্মীয়-স্বজনদের সদস্য করার উপর গুরুত্বারোপ করে বলেন, শুধু সদস্য করলেই হবে না, তাঁরা যেন স্থায়ীভাবে রোটারির ভালো কাজের সাথে সংযুক্ত থাকে নিয়ত, সেদিকেও খেয়াল রাখতে হবে। তিনি গভর্নরস্ প্রায়োরিটির উপর মনোযোগ দেওয়ার জন্য ক্লাব সদস্যদের দৃষ্টি আকর্ষণ করেন। পরে পিপি কামরুল ইসলামের পরিচালনায় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে রোটারিয়ান জোবায়দুর রহমান সাকিব ১ম, শামসুল আলম রিপন ২য় এবং এ.আর খান ৩য় পুরস্কার গ্রহণ করেন। ধন্যবাদ জ্ঞাপন করেন পিপি রাকিবুল ইসলাম।
২০০ গৃহহীনকে ঘর করে দেবে রোটারি, হবে ৫টি মোবাইল বিদ্যালয়
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


