চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য খ্যাতিমান সাংবাদিক দৈনিক যায়যায়দিন চট্টগ্রাম ব্যুরো প্রধান হেলাল উদ্দিন চৌধুরী শুক্রবার সন্ধ্যা ছয়টায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল ৬৮ বৎসর। শুক্রবার বিকেলে কক্সবাজারে দৈনিক যায়যায়দিন পত্রিকার একটি কর্মসূচীতে অংশ করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে তাঁকে কক্সাবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে লাইফ সাপোর্টে নেয়া হয় তাঁকে। সন্ধ্যা ৬টায় সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সিইউজে সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম তাঁর ইন্তেকালে শোক প্রকাশ করে এক বিবৃতিতে বলেছেন, একজন নির্লোভ, সৎ ও সাহসী সাংবাদিক ছিলেন হেলাল উদ্দিন চৌধুরী। তাঁর শূণ্যতা সহজে পূরণ হবার নয়। ১৯৭৪ সালে তিনি সাংবাদিকতা পেশা শুরু করেন হেলাল উদ্দিন চৌধুরী। তিনি দৈনিক গণকণ্ঠ, দৈনিক আজাদী, দৈনিক সমকালে কাজ করেন। সর্বশেষ দৈনিক যায়যায়দিন এর চট্টগ্রাম ব্যুরো চিফ হিসাবে কর্মরত ছিলেন। চট্টগ্রাম প্রেস ক্লাবে সিনিয়র সহ সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের দৈনিক আজাদী ইউনিট প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন।
সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীর ইন্তেকাল : সিইউজের শোক
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন