চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেন, আগামী ০৫ অক্টোবরে রোডমার্চ জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিজয়ের পথে এগিয়ে চলা। এই রোডমার্চে চট্টগ্রামের সর্বশ্রেণীর জনতার স্বর্ত:স্ফুর্ত উপস্থিতি প্রমাণ করবে এই জুলুমবাজ সরকারকে তারা এক মূহুর্তের জন্যও ক্ষমতায় দেখতে চায়না। যারা উন্নয়নের কথা বলে জনগণকে ধোকা দিয়ে গেছে। দিনে-রাতে এখন বিদ্যুৎবিহীন থাকে দেশ, অপ্রতুল গ্যাসের দাম বৃদ্ধি করে সৃষ্টি করেছে জনদূর্ভোগ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারে আগুন। সীমাহীন দুর্নীতি ও টাকা পাচার করে সরকার দেশের রিজার্ভ করেছে শূণ্য। মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষের এখন বেঁচে থাকাটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। জনগণের পক্ষের দল হিসাবে বিএনপি যখন এই সকল অন্যায় ও দুর্নীতির প্রতিবাদ করতে রাস্তায় নামে তখনই সরকারের গাত্রদাহ শুরু হয়। কিন্তু বর্তমান ভয়াবহ দুঃশাসনের অবসান ঘটাতে জনগণ এখন চ‚ড়ান্ত প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা জনগণের অধিকার আদায়ে জনগণকে সঙ্গে নিয়ে লড়াই করেই বিজয় ছিনিয়ে আনব। চলচাতুরী করে সরকার আগামী নির্বাচনকে উতরিয়ে নিয়ে যেতে পারবে না। জনগণের দাবি মেনে নিয়ে পদত্যাগ না করলে ফ্যাসিবাদ সরকারকে মুক্তিকামী জনতা রাজপথেই রুখে দেবে।
তিনি আজ ২অক্টোবর (সোমবার) বিকেলে আগামী ৫ অক্টোবর চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ সফল করার লক্ষে চান্দগাঁও থানা বিএনপির উদ্যোগে নগরীর বহদ্দারহাট এলাকায় লিফলেট বিতরণ পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী বেলাল উদ্দিন, ইসকান্দর মির্জা, সদস্য আলহাজ্ব মাহবুবুল আলম, আনোয়ার হোসেন লিপু। চান্দগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন ভূইয়ার সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপি নেতা মো. বকতেয়ার, নকীব উদ্দিন ভ‚ইয়া ,আব্দুল আজিজ প্রমুখ।


