মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে একটি সিএনজি-অটোরিক্সা চুরির অভিযোগে ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ অক্টোবর) রাত ১০টা নাগাদ উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া এলাকায় সিএনজি-অটোরিক্সা চুরি করে নিয়ে যাওয়ার সময় মেহেদী হাসান নামে একজনকে হাতেনাতে ধরে গনধোলাই দেয় এলাকাবাসী। অন্য দুইজন পালিয়ে যায়। খবর পেয়ে মিরসরাই থানা পুলিশ ঘটনাস্থল থেকে মেহেদীকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করানো হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চমেকে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসা শেষে এখন পুলিশ হেফাজতে রয়েছে। পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী সীতাকুন্ডের মাদামবিবিরহাট এলাকা থেকে চোর চক্রে জড়িত মো. তাকবির হোসেন রিয়াদ (২১) ও মো. হৃদয়কে (২২) অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার মেহেদী হাসান মিরসরাই উপজেলার মেহেদীনগর এলাকার হানিফ ব্যাপারির ছেলে। উপজেলার পূর্ব হিঙ্গুলী এলাকার শাহ আলমের ছেলে তাকবির হোসেন রিয়াদ (২১) ও সীতাকুন্ড উপজেলার জাহানারাবাদ এলাকার আব্দুল মোনাফের ছেলে মো. হৃদয় (২২)। মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন জানান, উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া এলাকায় সিএনজি-অটোরিক্সা চুরি করে নিয়ে যাওয়ার সময় মেহেদী হাসান নামে একজনকে হাতেনাতে ধরে গনধোলাই দেয় এলাকাবাসী। তার দেওয়া তথ্য অনুযায়ী সীতাকুন্ডের মাদামবিবিরহাট এলাকা থেকে চোর চক্রে জড়িত তাকবির হোসেন রিয়াদ (২১) ও হৃদয় (২২) আটক করা হয়েছে। আটক তাকবিরের বিরুদ্ধে এর আগেও মিরসরাই সদরে একটি মোবাইল ফোনের দোকানে চুরির মামলা রয়েছে। সিএনজি-অটোরিক্সা চুরির ঘটনায় মো. জসিম উদ্দিন বাদী হয়ে একটি মামলা (নং-০৫) দায়ের করেছেন।
মিরসরাইয়ে সিএনজি চুরি করে পালানোর সময় একজনকে গনধোলাই, গ্রেফতার ৩
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


