মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে বাড়ির পাশের পুকুর পাড়ের একটি আম গাছের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় আবুল কালাম আজাদ (২৬) নামের এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ অক্টোবর) সকালে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের আজম নগর গ্রামে এ ঘটনা ঘটে। তবে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি বলছে নিহত আজাদ মানসিক ভারসাম্যহীন ছিলো। পুলিশ ও স্বজনেরা জানায়, কয়েক মাস পূর্বে আরব আমিরাত থেকে দেশে আসেন আজাদ। গত মঙ্গলবার দিবাগত রাতে তার মাসহ একসাথে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। রাতে যে কোন সময় ঘর থেকে বেরিয়ে বাড়ির পাশের পুকুর পাড়ে একটি আম গাছের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। বুধবার সকালে স্থানীয়রা আম গাঝে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্থানীয় হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান জানান, বুধবার সকালে এলাকার লোকজন আজাদের মরদেহ গাছে ঝুলতে দেখে তাকে খবর দিলে তিনি পুলিশকে খবর দেন। মূলত আজাদ মানসিক ভারসাম্যহীন। এ কারণে কয়েক মাস আগে সে দেশে ফেরত আসে। তার স্ত্রী ও এক কন্যা সন্তান রয়েছে। তারা কিশোরগঞ্জ জেলায় তার শশুর বাড়ি থাকে। মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিবার ও এলাকাবাসীর সাথে কথা বলে নিশ্চিত হওয়া গেছে আজাদ মানসিক ভারসাম্যহীন। গত কয়েকমাস ধরে তার মানসিক রোগের চিকিৎসা চলছিলো। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
মিরসরাইয়ে গাছে ঝুলে প্রবাসীর মৃত্যু
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


