বঙ্গোপসাগরে লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে গেল দুই দিন ধরে রাজধানীসহ সারা দেশে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির মধ্যেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ঢাকার অনেক এলাকা। শুক্রবার মধ্যরাত থেকেই এই বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়। তিন-চার ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাট হওয়ায় রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন বিভিন্ন এলাকার বাসিন্দারা।
জানা গেছে, রাজধানীর আগারগাঁও, মোহাম্মদপুর, লালমাটিয়া, ধানমন্ডি, খামারবাড়িসহ প্রধানমন্ত্রীর কার্যালয় এলাকাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। হঠাৎ একসঙ্গে এত এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণ খুঁজতে মধ্যরাতে ঢাকাভিত্তিক ফেসবুক গ্রুপ ডেসপারেটলি সিকিং, ঢাকাতে (ডিএসডি) পোস্ট করেন ভুক্তভোগীরা। কামরুল ইসলাম নামে মোহাম্মদপুরের এক বাসিন্দা জানিয়েছেন, তার বাসায় কয়েক ঘণ্টা ধরে বিদ্যুৎ নেই। বৃষ্টির মধ্যে বিদ্যুৎ না থাকায় অসুবিধায় পড়তে হচ্ছে।
হঠাৎ এ বিভ্রাটের কারণ জানতে বিদ্যুৎ ভবনে গিয়ে কাউকে পাওয়া যায়নি। পরে জানা গেছে আমিনবাজার পাওয়ার গ্রিড ফেল করার কারণেই এ বিভ্রাট। রাত ৩টা থেকে আবার বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে বলে জানান আমিনবাজার পাওয়ার গ্রিডের ইনচার্জ সাকিব আল হাসান।
মাঝরাতে রাজধানীতে হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


