ব্যাটিং ব্যর্থতায় ভারতের বিপক্ষে এশিয়ান গেমসের সেমিফাইনালে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। আজ (শুক্রবার) হাংজুর জিজিয়াং ইউনিভাসির্টি অব টেকনোলোজির মাঠে সাইফ-আফিফদের দেয়া ৯৭ রানের লক্ষ্যে ভারত পৌঁছেছে ৬৪ বল হাতে রেখে।
এদিন টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় ভারত। মালয়েশিয়া ম্যাচের মতো আগে ব্যাট করতে নেমে যথারীতি ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার। একমাত্র পারভেজ হোসেন ইমন ছাড়া কেউই দুই অংক স্পর্শ করতে পারেননি। অধিনায়ক সাইফ হাসান ফিরেছেন ১ রান করে। আফিফ হোসেনের ব্যাট থেকে এসেছে মাত্র ৫ রান। শেষ দিকে রকিবুল হাসানের ৬ বলে ১৪ ও জাকির আলী অনিকের ২৪ রানে ৯৬ রানের মামুলি পুঁজি পায় বাংলাশে। ঋতুরাজ গায়কোয়াড (৪০) ও তিলক ভার্মার (৫৫) ব্যাটে চড়ে যে লক্ষ্যে সহজেই পৌঁছে যায় ভারত। পুরো ২০ ওভারে বাংলাদেশ যেখানে দুটি চার ও চারটি ছয়ের মার মেরেছে, সেখানে এক তিলক ভার্মাই মেরেছেন ৬টি ছক্কা ও দুটি চার। গায়কোয়াডের ব্যাট থেকে এসেছে চারটি চার ও তিনটি ছয়ের মার।
এর আগে আইসিসির সহযোগী দেশ মালয়েশিয়ার বিপক্ষে কষ্টার্জিত জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।
আগামীকাল সেমিফাইনালে আরেক পরাজিত দলের সঙ্গে ব্রোঞ্জ পদকের ম্যাচ খেলবেন সাইফরা। এর আগে পাকিস্তানকে হারিয়ে হাংজু এশিয়াডে একমাত্র পদকটি জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।


