লোহাগাড়ায় সড়ক পরিস্কারের সময় বেপরোয়া গতির একটি বাসের ধাক্কায় বাদশা মিয়া নামে এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। তার বাড়ি পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নে।
শুক্রবার (৬ অক্টোবর) সকালে উপজেলার বটতলী স্টেশনের পোস্ট অফিস সংলগ্ন মহাসড়কে এ ঘটনা ঘটে।
দোহাজারী হাইওয়ে থানার (ওসি) খান মোহাম্মদ এরফান বলেন, বেপরোয়া বাস চাপায় পরিচ্ছন্নতাকর্মী বাদশা মিয়ার মৃত্যু হয়েছে।
ঘাতক গাড়িটি পালিয়ে গেছে। নিহতের স্বজনরা মামলা করতে রাজি না হওয়ায় মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।


