ডেঙ্গুর বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতাকেই মূল উপজীব্য করার আহ্বান জানিয়েছেন রোটারি জেলা গভর্নর
রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক ৩২৮২ এর গভর্নর (ডিজি) রোটারিয়ান ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান পিএইচএফ বি এমডি বলেছেন, ডেঙ্গু মহামারিতে পরিণত হয়েছে। এটির বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতাকেই মূল উপজীব্য করার আহ্বান জানিয়ে তিনি সবাইকে মশারি ব্যবহারের অনুরোধ জানিয়েছেন। সরকারের পাশাপাশি নিজ নিজ জায়গা থেকে এ বিষয়ে ভূমিকা রাখার জন্যও তিনি নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
রোটারি ক্লাব অব চিটাগাং ইস্ট এর উদ্যোগে ৭ অক্টোবর, শনিবার, সকাল ১১টায় রাউজানে ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণা ও মশারি বিতরণ আয়োজনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
রাউজানের ১১নং পশ্চিম গুজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মুজিব-ইন্দিরা ভবনে, ‘ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক গণপাঠাগার’ মিলনায়তনে ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান নাসিমা আখতারের সভাপতিত্বে ও সেক্রেটারি রোটারিয়ান লেখক-সাংবাদিক শওকত বাঙালি’র সঞ্চালনায় সূচনা বক্তব্য দেন ক্লাবের কমিউনিটি সার্ভিস ডিরেক্টর চট্টগ্রামের প্রথম ক্লিনিক্যাল পুষ্টিবিদ পিপি হাসিনা আক্তার লিপি।
অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন ক্লাব চার্টার সদস্য পিপি এ.আর খান, ক্লাব এসাইন অ্যাসিস্ট্যান্ট গভর্নর জয় দেব চন্দ্র দাস জয়, ট্রেজারার পিপি মোহাম্মদ শহীদ উল্লাহ, পিপি রাকিবুল ইসলাম, রোটারিয়ান চম্পাকলি বড়ুয়া, রোটারিয়ান রুমানা কাউসার রুমা, স্থানীয় প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক শওকত জালাল, স্থানীয় ইউপি সদস্য মো. তৈয়ব উদ্দিন, সাবেক ইউপি সদস্য মো. শামসুল আলম ও মো. মফিজ মিয়া ফারুকী, বজল আহমদ জুনু, রফিকুল আলম সিকদার, সেলিম সিকদার, মনির আহম্মদ, দিদার কামাল, নাজির হোসেন, মফিজ সিকদার, সালামত আলী, মো. আলমগীর, শওকত হাফেজ রুবেল, নোমান তালুকী প্রমুখ।


