আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন আয়োজন একটি ঝুঁকিপূর্ণ কাজ। দায়িত্বটি যেহেতু আপনাদের ওপর বর্তায় তাই আপনাদেরই নিষ্ঠার সঙ্গে দায়িত্বটি পালন করতে হবে। নির্বাচন অবশ্যই জনগণের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করতে হবে।
শনিবার নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সিইসি বলেন, স্থানীয় কর্মকর্তারা তাদের ভূমিকায় যে সরকারের প্রতিনিধিত্ব করেন তা সর্বদা মনে রাখতে হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে তা জনগণের কাছে তুলে ধরা অপরিহার্য।
আমরা যদি নিশ্চিত করতে পারি যে জনগণ অবাধে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তবে এটি হবে একটি বড় সাফল্য।
অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেন, আমি অতীতের সমালোচনা নিয়ে মাথা ঘামাতে চাই না। তবে অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আসুন আমরা সম্মিলিতভাবে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দৃষ্টান্ত স্থাপন করি।
তিনি বলেন, আমার মতে আপনারা মাঠ পর্যায়ে নির্বাচন কমিশনের বিশ্বস্ত সহকারী ও আমাদের প্রতিনিধিত্ব করছেন। আমরা শপথ নেয়ার পর আপনারা নির্বাচনে শতভাগ নিরপেক্ষতার পরিচয় দিয়েছেন এবং রিটার্নিং কর্মকর্তাকে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। এর ফলে প্রতিটি নির্বাচন সহিংসতামুক্ত, উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচন আয়োজন একটি ঝুঁকিপূর্ণ কাজ: সিইসি
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


