মৃতের সংখ্যা আরো বাড়তে পারে
আফ্রিকার দেশ গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে এক নৌকাডুবির ঘটনায় অন্তত ৫২টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে দেশটির উত্তরপশ্চিমাঞ্চলের বানদাকা শহরের কাছে কঙ্গো নদীতে তিন শতাধিক মানুষ নিয়ে ওই নৌকাটি উল্টে গেলে এই হতাহাতের ঘটনা ঘটে।
রোববার কর্তৃপক্ষ জানিয়েছিল, এ ঘটনায় ৩০ জন ডুবে মারা গেছেন ও ১৬৭ জন নিখোঁজ রয়েছেন। তারপর থেকে মৃতের সংখ্যা আরও বেড়েছে বলে সোমবার জানান একুয়াতিয়ের প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী দিদিয়ের এমবুলা।
তিনি জানান, নদীটি থেকে অন্তত ৫২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনো অনেকে নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফোনে তিনি বলেন, ৫২টি মৃতদেহ উদ্ধারের কথা রেকর্ড করেছি আমরা। উদ্ধারকর্মীদের দল এখনও ঘটনাস্থলে আছে, আরও লাশের সন্ধানে নদীতে তল্লাশি চালাচ্ছে। মৃতের এ সংখ্যা এখনও প্রাথমিক, এটি আরও বাড়তে পারে। কঙ্গোতে প্রায়ই প্রাণঘাতী নৌ-দুর্ঘটনা ঘটে। দেশটিতে জলযানগুলো প্রায় সময়ই অতিরিক্ত যাত্রী বহন করে। তাতে ব্যাপক প্রাণহানির অনেক ঘটনা ঘটে। কিন্তু দেশজুড়ে ছড়িয়ে থাকা বিশাল ঘন বনের মাঝে পাকা রাস্তার সংখ্যা কম হওয়ায় নদীপথের ব্যবহার তুলনামূলক অনেক বেশি।


