ইসরাইলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৬১ জনে। তাদের মধ্যে ৩ হাজার ৭৬০ জন শিশু। গত ৭ই অক্টোবর থেকে একটানা বিমান হামলা চালিয়ে চলেছে ইসরাইল। নির্বিচারে বোমা ফেলা হচ্ছে হাসপাতাল, স্কুল, আশ্রয়শিবির থেকে শুরু করে গাজার সর্বত্র। ফিলিস্তিনের ছোট এই উপত্যকার কোথাও আর নিরাপদ নেই। আহতের সংখ্যাও এরইমধ্যে ৩২ হাজার ছাড়িয়েছে। এ খবর দিয়েছে বিবিসি।
এদিকে ডক্টরস উইদাউট বর্ডার্স জানিয়েছে, গাজায় অন্তত ২০ হাজার আহত চিকিৎসাবঞ্চিত অবস্থায় আটকে পড়েছে। তাদেরকে অবিলম্বে গাজা থেকে বের করে এনে চিকিৎসা দেয়া প্রয়োজন। আহতদের মধ্যে ৩৩৫ বিদেশি নাগরিকও রয়েছে, যাদেরকে রাফাহ ক্রসিং দিয়ে বের করে মিশরে নিয়ে আসা হয়েছে। মিশরের হাসপাতালগুলোতে এসব বিদেশিদের ভর্তি করা হয়েছে।
গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৬১ জনে
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


