ঢাকায় নিযুক্ত বৃটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। সম্প্রতি বৃটিশ হাইকমিশনে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। তবে বৃহস্পতিবার বৈঠকের একটি ছবি বৃটিশ হাইকমিশনের ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে। ছবির ওপরে ক্যাপশন দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, বিএনপি নেতার সঙ্গে বৃটিশ হাইকমিশনার সারাহ কুকের একটি বৈঠক হয়েছে। বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এদিকে বিএনপির একটি সূত্র জানিয়েছে, দুদিন আগে বৃটিশ হাইকমিশনে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। দেড় ঘন্টাব্যাপী বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।
বৃটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করেছেন মঈন খান
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


