বিএনপি সহ সমমনা বিরোধী দলগুলো দ্বিতীয় দফায় অবরোধের ডাক দিয়েছে। রোববার থেকে টানা ৪৮ ঘণ্টার এ অবরোধ কর্মসূচি চলছে। এতে অধিকাংশ দূরপাল্লার বাস বন্ধ রয়েছে। তবে দু-একটি বাস চললেও যাত্রী মিলছে না।
পরিবহন শ্রমিকরা বলছেন, সকাল থেকে হাতেগোনা দু-একটি বাস ছেড়েছে। তবে যাত্রীর জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।
সায়েদাবাদে শ্যামলী পরিবহনের কাউন্টারের কর্মীরা বলেন, আমাদের বরিশাল, গোপালগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফসহ বিভিন্ন রুটে গাড়ি রয়েছে। তবে আজ সকালে কোনো গাড়ি ছাড়া হয়নি। যাত্রীও তো নেই। অন্যসময় সকাল থেকে যাত্রীদের ভিড় থাকে, এখন তো সেটাও নেই। কিছু লোকাল বাস চলছে। বড় কোনো কোম্পানির বাস সেভাবে চলছে না।
শান্তি পরিবহনের এক প্রতিনিধি বলেন, সকাল থেকে কোনো গাড়ি ছাড়িনি।
ওপরের নির্দেশনা পেলে গাড়ি ছাড়ব। কিছু যাত্রী গাড়ি না পেয়ে ফেরত যাচ্ছে।
সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম দাবি করেন, আমরা যাত্রী হলেই বাস ছাড়ছি। আমরা যাত্রী পেলে বাস ছাড়ব।


