বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী প্রণয় ভার্মা বলেছেন, ভিসা প্রত্যাশীদের সুবিধার্থে অত্যাধুনিক ও নান্দনিক পরিবেশে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের (আইভেক) নতুন কেন্দ্রটি চালু হয়েছে। এটি চট্টগ্রামের বাসিন্দাদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় নগরের পূর্ব নাসিরাবাদের সিডিএ এভিনিউ’র সিটি সেন্টারে আইভেকের নতুন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিটি মেয়র এম. রেজাউল করিম চৌধুরী, ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন এবং এসবিআই বাংলাদেশের কান্ট্রি হেড অমিত কুমার।
ভারতীয় সহকারী হাইকমিশন জানায়, এখন থেকে নগরের খুলশী আইভেক সেন্টারে ভিসা কার্যক্রম বন্ধ থাকবে। এর পরিবর্তে নতুন আইভেক সেন্টারে সকল সুযোগ সুবিধা মিলবে।