মুরাদপুরে রান্নার চুলা থেকে আগুন লেগে ৩০ কক্ষের সেমিপাকা বসতঘর ও বেশ কয়েকটি ছোট দোকান পুড়ে গেছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ষোলশহর তালতলা বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আবদুল্লাহ হারুণ পাশা জানান, সন্ধ্যা ৭টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে বায়েজিদ ও চান্দগাঁও স্টেশন থেকে চারটি অগ্নিনির্বাপণকারী গাড়ি পাঠানো হয়। রাত পৌনে ১০টার দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি জানিয়ে তিনি বলেন, ক্ষয়ক্ষতি নিরূপণে কিছুটা সময় লাগবে। আমরা যেটা করেছি আগুন ছড়াতে দিইনি। এতে আশপাশের অনেক ঘর, স্থাপনা রক্ষা পেয়েছে।