যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যে আগামী বছর অনুষ্ঠেয় রিপাবলিকান পার্টির প্রাইমারিতে (প্রেসিডেন্ট পদে দলীয় মনোনয়নের লড়াই) ডোনাল্ড ট্রাম্প অংশ নিতে পারবেন না। গতকাল বৃহস্পতিবার অঙ্গরাজ্যটির শীর্ষ নির্বাচনী কর্মকর্তা এই রুল দিয়েছেন।
মেইন অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির প্রাইমারির ব্যালটে ট্রাম্পকে অযোগ্য ঘোষণার ক্ষেত্রে মার্কিন সংবিধানের চতুর্দশ সংশোধনীর বিদ্রোহসংক্রান্ত ধারার কথা উল্লেখ করা হয়েছে।
২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবনে (ক্যাপিটল হিল) হামলায় ভূমিকার জন্য যুক্তরাষ্ট্রের দ্বিতীয় কোনো অঙ্গরাজ্যের প্রাইমারিতে ট্রাম্পকে অযোগ্য ঘোষণা করা হলো।
১৯ ডিসেম্বর কলোরাডোর সুপ্রিম কোর্ট সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে অঙ্গরাজ্যটির প্রাইমারিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে অযোগ্য ঘোষণা করেছিলেন। এ ক্ষেত্রে মার্কিন সংবিধানের চতুর্দশ সংশোধনীর বিদ্রোহসংক্রান্ত ধারার (৩ নম্বর ধারা) কথা বলা হয়।
আরও পড়ুন
মেইনের সেক্রেটারি অব স্টেট শেনা বেলোস গতকাল তাঁর রুলে বলেন, ট্রাম্প বিদ্রোহে উসকানি দিয়েছেন। তাঁর উসকানিতে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গা হয়। এ কারণে তিনি নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য।
শেনা বেলোস আরও বলেন, ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির বিষয়ে ট্রাম্প মিথ্যা দাবি করে তা ছড়িয়ে দিয়েছিলেন। ভোটে বিজয়ী প্রার্থীর (জো বাইডেন) ফলাফলের প্রত্যয়ন ঠেকাতে তিনি তাঁর সমর্থকদের মিছিল নিয়ে ক্যাপিটল হিলে যেতে বলেছিলেন।
শেনা বেলোস তাঁর ৩৪ পৃষ্ঠার রুলিংয়ে লিখেছেন, ‘মার্কিন সংবিধান আমাদের সরকারের ভিত্তির ওপর আঘাত সহ্য করে না।’
মেইনের শীর্ষ নির্বাচনী কর্মকর্তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে অঙ্গরাজ্যটির সর্বোচ্চ আদালতে আপিল করা যাবে। এ বিষয়ে আদালত থেকে সিদ্ধান্ত আসার আগপর্যন্ত শেনা বেলোস তাঁর রুলিং স্থগিত করেছেন।
ট্রাম্পের প্রচারণা দল মেইন অঙ্গরাজ্যের শীর্ষ নির্বাচনী কর্মকর্তার এই রুলের নিন্দা জানিয়েছে। বলেছে, তারা দ্রুতই এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করবে।