শফিউল আলম,সংবাদদাতা রাউজান ঃ দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম ৬ রাউজান আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরীর নৌকার ব্যাপক প্রচারনা চলছে । রাউজানের ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকার প্রতিটি ঘরে ঘরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মক্তিযোদ্বা, মহিলা আওয়ামী লীগ উপস্থিত হয়ে আগামী ৭ ডিসেম্বর বোট কেন্দ্র উপস্থিত হয়ে নৌকা প্রতিকে ভোট দিয়ে দলীয় প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরীকে বিজয়ী করার জন্য সাধারন মানুষের কাছে আহবান করছেন । অপরদিকে ইসলামী ফ্রন্ট্রের প্রার্থী স,ম জাফর উল্ল্রাহ কয়েকজন ই্সলামী ফ্রন্ট্রের কর্মী নিয়ে ট্রাক নিয়ে চেয়ার প্রতিকে ভোট চেয়ে এলাকায় গনসংযোগ করছেন । জাতীয় পাটির প্রার্থী শফিক উল আলম চৌধুরী লাঙ্গল প্রতিকে ভোট চেয়ে এলাকায় গনসংযোগ করছেন । স্বতন্ত্র প্রার্থী এডভোকেট শফিউল আজম ট্রাক প্রতিকে ভোট চেয়ে কয়েক জন কর্মী নিয়ে কখনো রিক্সায় কখনো ট্রাকে, কখনো অটোরিক্সা নিয়ে কয়েকজন তার বাড়ীর যুবক নিয়ে ট্রাক প্রতিকে ভোট চেয়ে এলাকায় প্রচারনা চালিয়ে যাচ্ছেন । দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৬ রাউজান আসন থেকে নৌকা, ট্রাক, লাঙ্গল, চেয়ার প্রতিকের পোষ্টার ব্যানার রাউজানের বিভিন্ন এলাকায় দেখা গেলে ও তৃনমুল বিএনপির প্রার্থী মোঃ ইয়াহিয়া চৌধুরী জিয়াউদ্দিনের সোনালী আশঁ প্রতিকের কোন ব্যানার পোষ্টার দেখা যায়নি । তৃণমুণল বিএনপির প্রার্থী মোঃ ইয়াহিয়া চৌধুরী জিয়াউদ্দিন কে এলাকায় গনসংযোগ করতে দেখা যায়নি । আগামী ৭ জানুয়ারী দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৬ রাউজান আসনে ৯৫টি ভোট কেন্দ্রে ৩ লাখ ১৫ হাজার ৫৬২ জন ভোটার ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে সংসদ সদস্য নির্বাচিত করবেন । রাউজান উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, আওয়ামী লীগ সরকারের শাসন আমলে রাউজান ছিল সন্ত্রাস মুক্ত। সাধারন মানুষ সুখে শান্তিতে বসবাস করছে । রাউজানে ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে । এবি এম ফজলে করিম চৌধুরীর একান্ত প্রচেষ্টায় সন্ত্রাসের জনপদ শান্তির জনপদে পরিণত হয়েছে। অবহেলিত রাউজানের উন্নয়ন কাজ করেছে ব্যাপক হারে। আগামী সংসদ নির্বাচনে এবি এম ফজলে করিম চৌধুরীকে নৌকা প্রতিকে ভোট দিয়ে বিপুল ভৈাটে বিজয়ী করবে রাউজান বাসী । রাউজান উপজেলার গহিরা দলই নগর এলাকার প্র¦বাসী আবু জাফর বলেন, আগে প্রবাস থেকে বাড়ীতে আসলে সন্ত্রাসীদের চাদাঁ দিতে হতো। আওয়ামী লীগ সরকারের শাসন আমলে কোন সন্ত্রাসীকে চাদাঁ দিতে হয়নি । এবার নির্বাচনের সময়ে দেশে এসেছি আওয়ামী লীগের প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরীকে নৌকা প্রতিকে ভোট দেওয়ার জন্য । রাউজানের দক্ষিন নোয়াপাড়ার বাসিন্দ্বা গৃহিনী সালমা আকতার বলেন, আমি ও আমার পরিবারের সকল ভোটার ভোটের দিন ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেব। ভোট দিতে হয় গোপনে । তাই কাকে ভোট দেব তা বলতে পারবনা । দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাউজানে সকল প্রার্থীর প্রচারনা চললে ও কোন ধরনের সহিংস ঘটনা হয়নি এখনো, পুলিশ সহ আইন শৃংখলা রক্ষা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছে বলে জানান রাউজান থানার ওসি জাহেদ হোসেন ।
রাউজান আসনে চারদিকে শুধু নৌকা আর নৌকা
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন