শওকত হোসেন করিম, ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম মুহুরীকে ফোন দিয়ে একতারা প্রতীকের সাইফুদ্দিন মাইজভান্ডারীকে সমর্থন দিতে প্রস্তাব দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সন্ধ্যায় নাজিম মুহুরীর ব্যাক্তিগত মোবাইলে ফোন করে ফটিকছড়ি আসনের জন্য ছাড় দিতে এমন প্রস্তাব দিয়েছেন বলে নিশ্চিত করেছেন নাজিম মুহুরী। বিষয়টি স্বীকার করে সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী বলেন, এ নিয়ে নেতাদের সাথে কথা চলছে, এখনো সীদ্ধান্ত আসেনি। কি ফর্মুলায় এগুবো তা মিডিয়াকে শীঘ্রই জানানো হবে। উল্লেখ্য- চট্টগ্রাম ২ ফটিকছড়ি সংসদীয় আসনে নৌকার মনোনয়ন নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রয়াত সাংসদ রফিকুল আনোয়ারের মেয়ে সংরক্ষিত মহিলা আসনের এমপি খাদিজাতুল আনোয়ার সনি। তবে এ আসনে নৌকার মনোনয়ন পেতে জোর চেষ্টা করেছিলেন বর্তমান সাংসদ ও ১৪ দলীয় জোটের শরীক দল তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ও নতুন নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন মাইজভান্ডারী। শেষ পর্যন্ত নৌকা মনোনয়ন বঞ্চিত হয়ে এ দুইজন এখন নিজেদের দলীয় প্রতীকে নির্বাচনে লড়ছেন।
একই বিষয়ে চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমানকেও নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।