প্রথম তারাবিহ নামাজের মধ্য দিয়ে মাহে রমজানের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সোমবার এশার নামাজের পরে তারাবিহ নামাজ পড়েন ধর্মপ্রাণ মুসলমানরা। এর মাধ্যমেই শুরু হলো মুসলমানদের আত্মশুদ্ধি আর সংযমের পবিত্র মাস মাহে রমজান।
আজ ভোর রাতে (মঙ্গলবার) সেহরি খেয়ে প্রথম রোজা রাখা হয়।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজান শুরু হয়েছে সোমবার। পবিত্র রমজান উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।
প্রথম তারাবির নামাজ উপলক্ষে সারা দেশে মসজিদে মুসল্লিদের ঢল নামে। চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, জাতীয় মসজিদ জিমিয়াতুল ফালাহ, আন্দরকিল্লাহশাহী জামে মসজিদসহ পাড়া- মহল্লার কোনো মসজিদেই তিল ধারণের জায়গা নেই। বেশ কিছু মসজিদে বাইরে সামিয়ানা টাঙিয়ে তারাবির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে।
কোনো কোনো মসজিদের আঙিনা ছাড়িয়ে রাস্তায় জায়নামাজ, চাদর ও পাটি বিছিয়ে মুসল্লিদের তারাবিহর নামাজ আদায় করতে দেখা গেছে। প্রতিবছরের মতো এবারও রমজান মাসে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে খতম তারাবিহ হয়েছে।