রাজধানীর খিলগাঁওয়ে রেলগেট এলাকায় ট্রেনে বাম পায়ের আঙুল কাটা পড়েছে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদের (৫৫)। শনিবার সকাল সাড়ে নয়টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
তাকে হাসপাতালে নেয়া মাহাতাব জানান, খিলগাঁও থেকে কমলাপুর যাওয়ার জন্য একটি ধীর গতির ট্রেনে ওঠার সময় পা পিছলে পড়ে গিয়ে ট্রেনের চাকার নিচে তার পা চলে যায় এতে বাম পায়ের আঙ্গুল থেতলে যায়। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
ট্রেনে পায়ের আঙুল কাটা পড়লো আনু মুহাম্মদের
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন