দুবাইয়ের হামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। সন্ধ্যার পর আসবে মূল জেটিতে।
রবিবার (২১ এপ্রিল) বিকেলে জাহাজের মালিকপক্ষ দুবাইয়ে পৌঁছার বিষয়টি নিশ্চিত করেছে।
মালিকপক্ষের দেয়া তথ্যানুযায়ী, সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়ার পর গত ৪ দিন ইউরোপীয় ইউনিয়ন নেভির এসকর্টে ভারত মহাসাগর পাড়ি দিচ্ছিল এমভি আবদুল্লাহ। যে কারণে গতি নামিয়ে আনতে হয়েছিল সাড়ে ৭ নটিক্যাল মাইলে। জলদস্যু ঝুঁকিপূর্ণ এলাকা অতিক্রম শেষে ওমানের কাছাকাছি যুদ্ধকবলিত ঝুঁকিপূর্ণ এলাকা ১১ নটিক্যাল মাইল গতিতে পাড়ি দেয় আবদুল্লাহ। দুবাই থেকে আবদুল্লঅহর নাবিকদের বিমানে করে দেশে ফেরার কথা রয়েছে।