শফিউল আলম,রাউজান ঃ চট্টগ্রামের রাউজানের চিকদাইর ইউনিয়নের দক্ষিণ পাঠানপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১১ পরিবারের মাঝে ব্যবহারের নিত্যপণ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারের জন্য এসব সামগ্রীর মধ্যে রয়েছে দুই বস্তা করে চাউল, ডাল,আলু, চিড়া, তেল, পিঁয়াজ, চাপাতা দু’টি কম্বল ও প্লাস্টিক সামগ্রী। গতকাল ২৪ এপ্রিল বুধবার বিকালে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ চিকদাইর ইউনিয়ন শাখা-২ এর উদ্যোগে ও প্রবাসীদের সহযোগিতায় এসব নিত্যপণ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী।সংগঠনের সভাপতি আক্কাস উদ্দিন মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদ সবুজের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য মঞ্জুরুল ইসলাম চৌধুরী, রাউজান প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক শফিউল আলম, অধ্যাপক আবু তাহের, এস এম মহিবউল্লাহ্, তাঁজ মোহাম্মদ মিয়া মেম্বার, উপজেলা সমন্বয়কারী সাদিকুজ্জামান শফি, মাষ্টার মোহাম্মদ আলী, আনিসউল খান বাবর, মাওলানা তরিকুল ইসলাম, নাজিমুদ্দিন কালু,ইউপি সদস্য কাজী মাসুদ রানা, রোকন উদ্দিন ফারুকী, সাহাবুউদ্দিন, নাছির উদ্দিন, সাদ্দাম হোসেন, মোহাম্মদ আকরাম, মনছুর উদ্দিন, নুরুল ইসলাম, স্বপন বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির প্রতি কৃতজ্ঞতা জানান অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির শিকার পরিবারের সদস্যরা।
চিকদাইরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের হক কমিটির সহায়তা
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন