শওকত হোসেন করিম, ফটিকছড়ি :
ফটিকছড়িতে অবৈধভাবে ধুরুং খালের বাঁধে সংলগ্ন স্থান হতে মাটি কাটাই সৈয়দ মো: মনজুর আলম নামের এক ব্যক্তিকে ১৫ দিনের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।
গত (২৪ এপ্রিল) শুক্রবার রাত ১ দিকে উপজেলা সুন্দরপুর ইউনিয়নের ধুরুং খালের বাঁধ সংলগ্ন কৃষি জমির উপর (টপ সয়লে) মাটি কাটার অপরাধে ওই ব্যক্তিকে জেল ও জরিমান করা হয়েছে।
জানা গেছে, ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মনজুর আলম নামের ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। পরে একই ব্যক্তিকে উপজেলা সহকারী (ভূমি) কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা (৫০ হাজার টাকা) অনাদায়ে আরো ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী জানান, জনস্বার্থে ওই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মাটি কাটার অপরাধে ফটিকছড়িতে এক ব্যক্তির জেল-জরিমানা!
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন