শওকত হোসেন করিম, ফটিকছড়ি :
ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের বুক চিরে বয়ে চলা হারুয়ালছড়ি খালে চলছে মাছ ধরার মহোৎসব।
আজ শনিবার (২৭ এপ্রিল) সকাল থেকেই মাছ ধরতে ছুটে আসে শত শত নারী, পুরুষ ও শিশুরা। মাছ ধরার দৃশ্য উপভোগেও ছুটে আসে শত শত দর্শনার্থী।
সরেজমিনে এমনিই দৃশ্যের দেখা মিলে উপজেলার হারুয়ালছড়ি রবার ড্যাম এলাকা হতে শুরু করে হাজারিখিল -পাটিয়ালছড়ি এলাকা পর্যন্ত।
মুশারি, হাত জাল, বেড় জাল, ঝাকি জালসহ মাছ ধরার বিভিন্ন জাল নিয়ে সকলেই ব্যস্ত মাছ ধরার কাজে। বড় মাছ ধরা পরলেই শুনা যায় সজোরে চিৎকার। পুটি মাছ, চিংড়ি মাছ, কার্পু, তেলাপিয়া, রুই, মৃগেল জাতীয় মাছের পাশাপাশি ছোট মাছও ধরা পড়ছে প্রচুর পরিমাণে।
জানা যায়, উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের অপরূপ সৌন্দর্যের রাবার ড্যামের বাঁধ ছেড়ে দেয়া হয়েছে। তাই পানি কমে যাওয়াতে বিভিন্ন এলাকার লোকজন এসে সাত সকাল থেকেই মাছ ধরা শুরু করেছে। সকলেই কম-বেশি মাছ পাচ্ছে বলে জানালেন অনেকেই।
হারুয়ালছড়ি খাল পানি ব্যবস্থাপনা সমিতির সভাপতি (রাবার ড্যাম) ও ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী জানান, প্রতি বছর এই সময়ে রবার ড্যামের পানি ছেড়ে দেয়া হয়। এবার, কৃষকের পানির চাহিদা শেষ, ইতিমধ্যেই ধান কাটা শুরু করে দিয়েছে। প্রতি বছরের ন্যায় এ বছরও স্থানীয় ও আশেপাশের গ্রামের লোকেরা এসেছেন মাছ ধরতে। হাটুজলে শত শত লোক একসাথে মাছ ধরছে এমন দৃশ্য দেখতে ভালোই লাগে।
তবে, মাছ ধরতে আসা অনেকেই জানান, প্রতি বছর মৎস্য অধিদপ্তরের মাধ্যমে যদি হারুয়ালছড়ি খালে মাছের পোনা ছাড়া হয় তাহলে সকল উৎসবমুখর উৎসাহিত হয়ে মাছ ধরার মহোৎসবটি আরো জমে উঠত। এ ব্যাপারে প্রশাসনের সু-নজর কামনা করছে সবাই।
ফটিকছড়ির হারুয়ালছড়ি খালে মাছ ধরার মহোৎসব চলছে
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন