শফিউল আলম,রাউজান ঃ চলতি মৌসুমে বোরো ধানের ভালো ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে । রাউজান উপজেলার ১৪টি ইউনিয়ন পৌর এলাকায় ফসলী জমিতে বোরো ধানের চাষাবাদ করেন কৃষকরা । বোরো ধানের ফলন ভাল হয়েছে ।
কালবৈশাখীর কারনে বৃষ্টি হওয়ায় ফসলী জমিতে বোরো ধান পাকলে ও বোরো ধান কাটতে পারেনি কৃষকরা । গত ৭ মে মঙ্গলবার থেকে বৃষ্টি না হওয়ায় রৌদের দেখা মিলে । এই সময়কে কাজে লাগিয়ে রাউজানের বিভিন্ন এলাকায় ফসলী জমিতে পাকা বোরো ধান কাটা শুরু করেছে কৃষকরা। রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের হচ্চারঘাট, শিরনী বটতল, হলদিয়া, উত্তর সর্তা,গজৃনিয়া, এয়াসিন নগর, গলাচিপা, জানি পাথর, বৃকবানপুর, বৃন্দ্বাবন পুর, বানারস, ওয়াহেদ্যা খীল, সিংহরিয়া, ডাবুয়া ইউনিয়নের লাঠিছড়ি, পশ্চিম ডাবুয়া, পুর্ব ডাবুয়া, রাধামাধবপুর, সুড়ঙ্গা, হিংগলা, কলমপতি,দক্ষিন হিংগলা, মেলুয়া, চিকদাইর ইউনিয়নের দক্ষিন সর্তা, পাঠান পাড়া, সন্দ্বীপ পাড়া, নোয়াজিশপুর ইউনিয়নের ফতেহ নগর, নদীম পুর, পশ্চিম ফতেহ নগর, গহিরা ইউনিয়নের কোতয়ালী ঘোনা, দলই নগর, রাউজান পৌরসভার পশ্চিম গহিরা, দক্ষিন গহিরা, পুর্বগহিরা, পশ্চিম সুলতান পুর, সুলতান পুর কাজী পাড়া, সুলতানপুর চিটিয়া পাড়া, ছত্রপাড়া, দলিলাবাদ, সাহানগর, সাপলঙ্গা, ঢেউয়া পাড়া, শরীফ পাড়া, হাজী পাড়া, পশ্চিম রাউজান, ওয়াহেদের খীল, আইলী খীল, জঙ্গল রাউজান, পুর্ব রাউজান, কাজী পাড়া, ঢালারমুখ, কাজী পাড়া, বিনাজুরী ইউনিয়নের ইদিলপুর, পশ্চিম ইদিলপুর, পশ্চিম বিনাজুরী, বিনাজুরী, জাম্মইন, লেলাঙ্গারা, ৭নং রাউজান ইউনিয়নের পুর্ব রাউজান, রাণী পাড়া শমমের নগর, কেউটিয়া, খলিলাবাদ, মঙ্গলখালী, পশ্চিম রাউজান, হরিশখান পাড়া, কদলপুর ইউনিয়নের কালকাতর পাড়া,শমশের পাড়া, দক্ষিন শমশের পাড়া, ভোমর পাড়া,দক্ষিন জয়নগর, পশ্চিম কদলপুর, পাহাড়তলী ইউনিয়নের,খেয়াখালী,দেওয়ানপুর,বদুপাড়া,উনসত্তরপাড়া, মহামুনি, শেখপাড়া, র্পুব গুজরা ইউনিয়নের উত্তর গুজরা, আধার মানিক, পশ্চিম আধার মানিক, হোয়ারা পাড়া,বড়ঠাকুর পাড়া, সাতবাড়িয়া, পুর্ব আধার মানিক, পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া, কাসেম নগর, মগদাই, বদুমুন্সি পাড়া, সরকার পাড়া,মীরধার পাড়া, উরকিরচর ইউনিয়নের আবুর খীল, খলিফার ঘোনা, উরকিরচর, মইশকরম,হারপাড়া, সার্কদা, নোয়াপাড়া ইউনিয়নের মোকামী পাড়া, সামমহালদর পাড়া, পালোয়ান পাড়া, পটিয়্ াপাড়া, কচুখাইন, ছমিদর কোয়াং, শেখ পাড়া, গুহ পাড়া,গরবউল্ল্যাহ পাড়া, সুর্যসেন পল্লী, পালোয়ান পাড়া, উভলং,বাগোয়ান ইউনিয়নের গশ্চি, কোয়ে পাড়া, পাচঁখাইন, ব্রম্বদাশ পাড়া এলাকার ফসলী জমিতে কৃষকের রোপন করা বোরো ধান পাকার পর পাকা বোরো ধান কাটার কাজে ব্যস্ত সময় অতিবাহিত করছেন কৃষকরা । রাউজানের ডাবুয়া ইউনিয়নের কলমপতি এলাকার কৃষক নেজাম উদ্দিন বলেন, আমি দুই একর জমিতে বোরো ধানের চাষাবাদ করেছি । ধানের ফলন ভাল হয়েছে । পাকা ধান কেটে ঘরে তুলেছি । রাউজান উপজেলা কৃষি অফিসার মাসুম কবির বলেন, রাউজানে ৫ হাজার ১০ হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ করেন কৃষকরা । ৫ হাজার ১০ হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদের মধ্যে ১ হাজার ৪শত হেক্টর জমিতে হাইব্রীড জাতের ধানের চাষাবাদ করা হয় । ৩ হাজার ৫শত ৬০ হেক্টর জমিতে উফশী জাতের ধানের চাষাবাদ করা হয় । এবারের বোরো ধানের ফলন ভাল হয়েছে ।৫ হাজার ১০ হেক্টও জমির বোরো ধানের মধ্যে ৩০ হেক্টর জমির পাকা বোরো ধান কেটে ঘরে ধান তুলেছে কৃষকরা । অবশিষ্ট জমি থেকে বোরো ধান কাটছে কৃষকরা।