ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৯৯৯ ও ২০০০ ব্যাচের প্রাক্তন ছাত্রদের সংগঠন “ফ্রেন্ডস্ এসোসিয়েশন” এর ঈদ পুনর্মিলনী ১০ মে ২০২৪ ইং রোজ শুক্রবার বঙ্গবন্ধু টানেল সংলগ্ন বীচে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শুরু হয় বিকাল তিনটায়। শুরুতেই ছিল ফতেয়াবাদ স্কুল থেকে ব্যক্তিগত ১০টা গাড়ি নিয়ে কার শোভা যাত্রা।অনুষ্ঠান স্থলে ছিল আড্ডা,চাচক্র, প্রাণ খুলে বন্ধুদের নিয়ে গানের আসর।
দ্বিতীয় পর্বের ছিল নগরের জিসির মোড়ে কাচ্চি এক্সপ্রেসে ডিনার পার্টি।ডিনার করার পাশাপাশি সবাই ফেসবুক লাইভে বন্ধু নঈম এর কাছে অনুভূতি শেয়ার করেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর আলম,নঈম উদ্দিন,শাহাজাহান খোকন,ওমর ফারুক, গাজি মঈনুল,মাসুদুল ইসলাম,আলমগীর, সালাউদ্দিন মিন্টু,আবদুর রহিম,তানিম,ফয়সাল।প্রবাসী বন্ধু ছিলেন মহিন উদ্দিন,নুরুন নবি,নওশাদ,ইয়াকু্ব,শিশির,মামুন,সাইফুল,টিপু।আরও যারা উপস্থিত ছিলেন আজম,বক্কর,মন্জু,শিবলু,হামিদ,মহিউদ্দিন মুন্সী, মহিউদ্দিন,গাজি সালাউদ্দিন, জাহেদ,তারেক,ইসরাফিল,সাঈদ,সবুজ,দীবাকর, রিপন,আরমান,সোহেল,রাজু,রাশেদ