স্ট্রার্ক বাংলাদেশ ও আমেরিকান কর্নারের যৌথ উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও মোকাবিলায় সামাজিক উদ্যোগ গ্রহণ ইভেন্ট ‘ক্লাইমেট টক: ব্রিজিং আইডিয়াস, বিল্ডিং সল্যুশন’ অনুষ্ঠিত হয়েছে।
স্টার্ক বাংলাদেশের হিউম্যান রিসোর্স ও হেড অফ কম্যুনিকেশন উম্মে ফৌজিয়া খানম এবং স্টার্ক বাংলাদেশের সদস্য আবরার করিমের সঞ্চালনায় চট্টগ্রাম নগরীর আমেরিকান কর্নারে মঙ্গলবার (২৮ মে) এই ইভেন্ট সেশন হয়।
চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে ৪০ জন তরুণ-তরুণী এই ইভেন্টে অংশগ্রহণ করেন। জলবায়ু বিষয়ক এই প্রশিক্ষণে স্পিকার ছিলেন ক্লাইমেট এক্টিভিস্ট ও ইপসার প্রোগ্ৰাম অফিসার সেতার রুদ্র। তিনি বর্তমান বিশ্বে জলবায়ু পরির্বতনের প্রভাব ও এর প্রতিকার সর্ম্পকে অংশগ্রহণকারীদের ধারণা দেন।
ইভেন্টে আরও উপস্থিত ছিলেন স্টার্ক বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. নাহিদুল ইসলাম ইমন, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সৈয়দ জাফরুল হাসান শান্ত, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইরফান, আমেরিকান কর্নার কো-অর্ডিনেটর ইকবাল হোসেন প্রমুখ।