শফিউল আলম,রাউজান ঃ চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ৩ নং চিকদাইর ইউনিয়নের সাহেব বাড়ী সড়ক থেকে শুরু হয়ে শাহ ছগির শাহ হাবিব সড়কটি দক্ষিন সর্তা হজরত আকবর শাহ সড়কের সাথে মিলিত হয়েছে । রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী ্এমপির একান্ত প্রচেষ্টায় সোয়া এক কিলোমিটার দৈর্ঘ সড়কটি দুপাশে গার্ড ওয়াল দিয়ে সড়কটি সি,সি ঢালাই করে নির্মান করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর । সড়কের দু পাশে রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরীর সহায়তায় ওমান চট্টগ্রাম সমিতির সভাপতি সি, আই,পি ইয়াসিন চৌধুরী বিভিন্ন প্রজাতির ফলের গাছ রোপন করেন। চট্টগ্রাম সমিতির সভাপতি সি, আই,পি ইয়াসিন চৌধুরী সড়কের দুপাশে রোপন করা ফলজ গাছের চারা এলাকার লোকজন দিয়ে পরিচর্যা করেন । সড়কের দুপাশে রোপন করা বিভিন্ন প্রজাতির আম, জামরুল, হরিতকি, পেয়ারা,কাঠাল, আমলকি গাছগুলো বড় হয়ে গত কয়েক বৎসর ধরে ফলন দিয়ে আসছে । বর্তমানে সড়কের দুপাশে পেয়ারা, আম,কাঠাল গাছে ফলন এসেছে । সড়কের দুপাশে রোপন করা ফলের গাছ থেকেআম,জামরুল,পেয়ারা,হরিতকি,আমলকি,আমড়া, এলাকার বাসিন্দ্বারা ও সড়ক দিয়ে চলাচল কারী স্কুল কলেজ,মার্দ্রাসার শিক্ষার্থী সহ পথচারীরা খেয়ে আনন্দে মেতে উঠে। চিকদাইর ইউনিয়নের মের্ম্বা দক্ষিন সর্ত্ াএলাকার বাসিন্দ্বা মোঃ লোকমান বলেন, সড়কের দু পাশে রোপন করা ফলের গাছের মধ্যে বিভিন্ন প্রজাতির আম প্রতিদিন শিক্ষার্থী সহ পথচারীরা খায় । গত বৎসর সড়কের পাশে রোপন করা আম গাছ থেকে আম ছিড়ে একটন ওজনের আম এলাকার বাসিন্দ্বাদের খাওয়ার জন্য ভাগ করে দেওয়া হয় । এবৎসর আম ও কাঠাল গাছ থেকে ছিড়ে নিয়ে এলাকার বাসিন্দ্বাদের মধ্যে ভাগ করে দেওয়া হবে ।
সড়কের দু পাশে হরেক রকমের ফলজ গাছে ফলের সমাহার
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন